এই হারের আসলে কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছেন না শ্রীলঙ্কার অধিনায়ক কুশাল মেন্ডিস। ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা আজকের ম্যাচের আগে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন এশিয়া কাপের ফাইনালে। সেবার মাত্র ৫০ রানে অলআউট হয়েছিল। এবার সেই রানের সঙ্গে মাত্র পাঁচ রান যোগ করে ৫৫ রানে অলআউট লঙ্কানরা।
দলের এমন বাজে পারফরম্যান্সে হতাশায় মুষড়ে পড়েছেন লঙ্কান অধিনায়ক মেন্ডিস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘আমি সত্যি বলতে দলের এমন পারফরম্যান্সে খুব হতাশ এবং আমার নিজের পারফরম্যান্সেও। তারা দারুণ বোলিং করেছে সাথে কিছুটা সুইংও পেয়েছে তারা। দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচটি হেরেছি।
টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে মেন্ডিস বলেন, ‘আমি শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ উইকেট কিছুটা ধীর গতির ছিল প্রথমে। মাধুশাঙ্কা শুরুতে ভালো বল করেছে এবং আমরা কোহলি ও গিলের সুযোগ নষ্ট করেছি। সেখান থেকেই ম্যাচটা বের হয়ে যায়।’ভারতীয় বোলারদের প্রশংসা করে এই ডান হাতি ব্যাটার বলেন, ‘তারা প্রথম ৬ ওভার অসাধারণ বোলিং করেছে এবং আজকের ম্যাচ জয়ের পুরো ক্রেডিটই তাদের। আমাদের আরো দুটি ম্যাচ রয়েছে এবং আশা করছি ভালোভাবেই ফিরতে পারবো।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।