ঢাকাWednesday , 15 March 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

বিশ্ব গণমাধ্যমে সাকিবদের প্রশংসা

parag arman
March 15, 2023 5:11 am
Link Copied!

ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করায় আনন্দে ভাসছে বাংলাদেশ। ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে প্রতিপক্ষকে মোট ২৩ বার ‘বাংলাওয়াশ’ করলো লাল-সবুজের দল। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এই জয়ে বিদেশী গণমাধ্যমও প্রশংসা করছে টাইগারদের।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে, ইংলিশ উইন্টারের সমাপ্তি ঘটায় সাকিব আল হাসানের দল। জয়ের জন্য ১৫৯ রানের টার্গেটে নেমে, ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১০০ রান তুলে কক্ষপথেই ছিলো ইংলিশরা। পরের ৪২ বলে ৪২ রান তুলে থামে জস বাটলারের দল। তাতে ১৬ রানে জিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে টিম টাইগার্স।

গৌরবদীপ্ত এই জয়ে প্রশংসায় ভাসছে সাকিববাহিনী। বিশ্ব ক্রিকেক নিয়ন্তা আইসিসি এক টুইট বার্তায় জানান, ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় সিরিজ জয়ের পর বাংলাদেশ শিবিরে হাসির বন্যা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসি বলেছে, ইংল্যান্ডকে হোয়াইওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।

ইংল্যান্ডের প্রভাবশালী গণমাধ্যম টেলিগ্রাফের ভাষ্য, টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ক্লিন-সুইপ করলো বাংলাদেশ। আরেক ইংলিশ গণমাধ্যম গার্ডিয়ান বলেছে, ২০১৬ সালের পর বাংলাদেশের কাছে প্রথম হোয়াইটওয়াশ হলো ইংল্যান্ড। মিরর লিখেছে, মালানের ফিফটির পর ভেঙে পড়া বাটলারের দলকে হোয়াশওয়াশ করলো বাংলাদেশ।

গালফ নিউজ বলেছে, বিশ্বচ্যাম্পিয়নকে টি-টোয়েন্টি ষিরিজে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেলো স্বাগতিকরা ১৬ রানে। ক্যারিয়ার সেরা ৭৩ রান লিটন দাসের। খালিজ টাইমস টুইট করেছে, বিশ্বচ্যাম্পিয়নদের ঐতিহাসিক ধবলধোলাই করলো বাংলাদেশ।

এদিকে ভারতের এনডিটিভি লিখেছে, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্তব্ধ করে দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশের।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জানান, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ক্লিন-সুইপ করেছে বাংলাদেশ। তারাই প্রথম দল যারা টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো। অন্যান্য আরো গণমাধ্যম ও ক্রিকেট ব্যক্তিত্বরা ইংলিশদের বাংলাওয়াশ করায় প্রশংসাবাক্যে ভাসাচ্ছেন, সাকিব আল হাসানের দলকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।