ঢাকাMonday , 16 October 2023
  1. online casino
  2. philippines online casino
  3. slovenian online casino
  4. world cup cricket t20
  5. অলিম্পিক এসোসিয়েশন
  6. অ্যাথলেটিক
  7. আইপিএল
  8. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  9. আন্তর্জাতিক
  10. আরচারি
  11. এশিয়া কাপ
  12. এশিয়ান গেমস
  13. এসএ গেমস
  14. কমন ওয়েলথ গেমস
  15. কাবাডি

সাংবাদিকদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, লিটনের দুঃখপ্রকাশ

Sahab Uddin
October 16, 2023 12:58 pm
Link Copied!

রোববার ঘটে যাওয়া ঘটনার জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন লিটন দাস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন, সাংবাদিকদের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল তিনি।

ফেসবুক পোস্টে লিটন দুই হাত জোর করা একটি ইমোজি দিয়ে লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য। ’

রোববার সংবাদ সংগ্রহ করতে ভারতের পুনেতে টিম হোটেল কনকার্ডে যান বাংলাদেশ থেকে আসা সংবাদকর্মীরা। ওই সময় দুপুরের খাবার খেতে বের হন বেশ কয়েকজন ক্রিকেটার। তারা বেশ হাসিমুখেই বেরিয়ে যান, সাংবাদিকদের সঙ্গে ‘হাই-হ্যালো’ও করেন তিনি।

আসার পথে বের হতে দেখা যায় লিটন দাসকে, তিনি একাই ছিলেন। সাংবাদিকরা তার ছবি নেওয়া শুরু করার পর উল্টো দিকে ঘুরে যান লিটন। এরপর হোটেলের নিরাপত্তারক্ষীদের ডেকে লিটন বলেন, ‘মিডিয়া এখানে কেন এসেছে? আমার ছবি তুলছে কেন?’

এরপর গণমাধ্যমকর্মীদের হোটেল ছাড়তে অনুরোধ জানায় কর্তৃপক্ষ। রাতেই এ ঘটনা যেন আর প্রচার না করা হয় এ অনুরোধ জানান বিসিবির এক কর্মকর্তা। সকালে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলেন লিটন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।