ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিষেণ সিং বেদি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুর সময় স্ত্রী, দুই সন্তান নেহা ও অঙ্গদকে রেখে গেছেন এই কিংবদন্তি।
দীর্ঘদিন ধরে অসুস্থতার সাথে পাঞ্জা লড়ে আজ সোমবার (২৩ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক এই অধিনায়ক। গত দুই বছরে তার শরীরে বেশ কয়েকবার অস্ত্রোপচার করা হয়েছিল।
বিষেণের মৃত্যুর খবর জানিয়ে বিসিসিআই বলেছে, ‘ভারতের সাবেক টেস্ট অধিনায়ক এবং কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদির দুঃখজনক মৃত্যুতে শোক প্রকাশ করছে বিসিসিআই। এই কঠিন সময়ে তার পরিবার এবং ভক্তদের জন্য রয়েছে আমাদের সমবেদনা এবং প্রার্থনা। তার আত্মা শান্তিতে থাকুক।’
ভারতের হয়ে ২২ ম্যাচে নের্তৃত্ব দিয়েছিলেন বিষেণ। ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ১২ বছরের ক্যারিয়ারে ৬৭টি টেস্ট ও ১০টি ওয়ানডে খেলেছিলেন এই কিংবদন্তি। তিনি যখন অবসর যান, তখন ২৬৬টি উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন তিনি। ১০টি ওয়ানডেতে মোট ৭টি উইকেট শিকার করেছেন সেই সময়ের সেরা এই স্পিনার।
১৯৬৭ সালে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল বেদির। তার নেতৃত্বে থাকার সময়েই প্রথমবারের মতো কোনো ওয়ানডে ম্যাচ জিতেছিল ভারত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।