শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ২১ রানে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। শ্রীলঙ্কার বড় রান তাড়ায় প্রান্তিক নওরোজ নাবিল সেঞ্চুরি ছোঁয়া রান তোলেন। মাহমুদুল জয়ের ব্যাট থেকে আসে ফিফটি।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ইমার্জিং দল ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান তোলে। তারা ৫৫ রানে ৩ উইকেট হারালেও চারে নামা উইকেটরক্ষক অহন বিক্রমাসিংহে ৭৭ রানের ইনিংস খেলেন। পাঁচে নামা সোহান দিনুশা করেন ৬২ রান।
জবাব দিতে নেমে বাংলাদেশের অমিত হাসান শূন্য করে ফিরে যান। অন্য ওপেনার পারভেজ ইমন খেলেন ৩৫ রানের ইনিংস। তিনে নামা প্রান্তিক নওরোজ নাবিল ১১৬ বলে ৯২ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনি নয়টি চার ও একটি ছক্কা মারেন।
মাহমুদুল জয় খেলেন ৫৭ রানের ইনিংস। বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৩৬ ওভারে ২০০ রান তুলে বৃষ্টি আইনে জয় পায়। এর আগে বল হাতে মুশফিক হাসান ৩টি ও আহমেদ শরিফ ২ উইকেট তুলে নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।