ঢাকাMonday , 19 February 2024
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

সুস্থ আছেন মুস্তাফিজ

parag arman
February 19, 2024 5:56 pm
Link Copied!

অনুশীলনে মাথায় বলের আঘাত পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। চট্টগ্রাম থেকে দুঃসংবাদটা দেশব্যাপি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল দেশের ক্রিকেটাঙ্গনে। যদিও গতকালই কিছুটা স্বস্তির খবর মিলেছিল। সিটি স্ক্যান করার পর জানা যায়, মুস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে, অভ্যন্তরীণ কোনো চোট নেই।

যেহেতু মাথার চোট, এ ছাড়া পাঁচটার মতো সেলাই লেগেছে। তাই তাকে বিপিএলের বাকি ম্যাচগুলোতে পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা ছিলই। এরই মধ্যে পাওয়া গেল আরও বড় সুখবর।

হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন মুস্তাফিজ। কেমন আছেন, হাসপাতাল থেকে কবে ছাড়া পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘আজকে ছাড়া পাবে কি না এটা এখনো জানি না। তবে ডিউটি ডাক্তাররা বলেছে, ও (মুস্তাফিজ) এখন অনেকটা ভালো আছে।’

ছাড়পত্র পেলে দলের সঙ্গে যোগ দেবে নাকি ঢাকায় ফেরত আসবে এমন প্রশ্নে দেবাশীষ বলেন, ‘যদি আজ (সোমবার) ছেড়ে দেয় তাহলে আমার মনেহয় দলের সঙ্গেই চলে যাবে। ছাড়পত্র যদি কনসালট্যান্ট দেয় তাহলে তো হাসপাতালে থাকার দরকার নেই। হাসপাতালে যদি থাকার দরকার না হয়, তাহলে তো ঢাকায় পাঠানোরও দরকার নাই।’

প্লে-অফে মুস্তাফিজ খেলতে পারবেন কি না এ নিয়ে দেবাশীষের ব্যাখা, ‘আমরা ছাড়পত্রটা আগে পাই যদি দেয় তাহলে তো মাথায় আর সমস্যা নেই। সমস্যা হচ্ছে সেলাই সেটা শুকাতে তো কয়েকদিন সময় লাগবে। ওরকম ৪/৫ দিন লাগতে পারে।’

এদিকে, আজ টসের সময় ধারাভাষ্যকার আতহার আলী খান কুমিল্লা অধিনায়ক লিটন দাসের কাছে মুস্তাফিজের সবশেষ অবস্থা জানতে চেয়েছিলেন। লিটন জানান, ‘সে (ফিজ) ভালো আছে। এখনো হাসপাতালে আছে। আশা করছি রাতে হোটেলে দলে যুক্ত হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।