ঢাকাMonday , 6 May 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘দুই সপ্তাহ আগে প্রস্তুতির কিছু নেই’

Sahab Uddin
May 6, 2024 9:54 pm
Link Copied!

ভেতরে ভেতরে অনেকেই বলাবলি করেছেন। আবাহনী আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শিরোপা নির্ধারণী ম্যাচের দিন বিকেএসপিতে আবাহনী হেড কোচ খালেদ মাহমুদ সুজন, শেখ জামাল ধানমন্ডি কোচ সোহেল ইসলাম আর শাইনপুকুরের কোচ তালহা জুবায়েরও বলছিলেন-সুপার লিগটা ৫০ ওভারের বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা যেতো।

কারণ আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুপার লিগ টি-টোয়েন্টি ফরম্যাটে হলে ওয়ার্ল্ডকাপের আগে জাতীয় দলের ক্রিকেটারদের এই ফরম্যাটে ম্যাচ প্র্যাকটিস হতো। আর প্রচণ্ড গরমে সারা দিন মাঠে কাটাতেও হতো না।

সেই কথাটি আনুষ্ঠানিকভাবে বলে ফেলেছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা এক সময়ের সতীর্থ ক্রিকেটার রুবেল হোসেনের এক মোটর সাইকেল শো রুমের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, এবারের প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগটা ২০ ওভারের ফরম্যাটে করা যেতো।

এই প্রচণ্ড তাপপ্রবাহে সারাদিন ধরে মাঠে থাকা এবং ৫০ ওভারের লিগ খেলাকে ‘অমানবিক’ বলেও অভিহিত করেন। সেইসঙ্গে বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এবং যুক্তরাষ্ট্রে গিয়ে তাদের বিপক্ষে খেলার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক অধিনায়ক।

আজ সোমবার বিকেলে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা ট্রফি অনুষ্ঠানে আসা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে স্বাভাবিকভাবেই ছুটে গেলো এই প্রশ্নগুলো।

সাকিবকে উদ্ধৃত করে প্রশ্ন করা হলে উত্তর দেন এভাবে, ‘আমি কি সুপার লিগটা হঠাৎ করে লিস্ট ‘এ’ টুর্নামেন্ট থেকে টি-টোয়েন্টি করে দিতে পারি? এটা কি ইচ্ছেমতো করা যায়? মানে এটা তো সুযোগই নাই।’

জিম্বাবুয়ের বিপক্ষে এখন খেলা নিয়ে বিসিবি প্রধানের ব্যাখ্যা, ‘দ্বিতীয় কথা হলো, জিম্বাবুয়ের সাথে খেলা। জিম্বাবুয়ের এটা তো আগে এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) করা। আমি এটাকে প্রস্তুতি (বিশ্বকাপের) হিসেবে দেখি না।’

পাপন যোগ করেন, ‘আমি কি এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দিবো? ওটার (বিশ্বকাপ) সাথে এটার কোনো সম্পর্ক নাই। আর যুক্তরাষ্ট্রে আমরা খেলাতে চাচ্ছি ওদের কন্ডিশন, উইকেট সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।’

বিশ্বকাপ প্রস্তুতির বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলব, আগেই আমাদের এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রস্তুতির কথা বলেন, দুই সপ্তাহ আগে প্রস্তুতির কিছু নাই। যা করার, তা আগেই শুরুর কথা ছিল।’

পাপন মনে করেন, দলের যা প্রস্তুতি হওয়ার আগেই হয়েছে। তার ভাষায়, ‘আমি মনে করি, আমরা যে কয়টা সিরিজ খেলি, এই যে শ্রীলঙ্কার সঙ্গে পুরো সিরিজটা খেললাম, এইবারের বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে। এটাতেই প্রস্তুতি হওয়ার কথা। এইবারে আমাদের টিমটার বড় বিষয় হলো অভিজ্ঞতা, মোটামুটি নতুন ভালো একটা কম্বিনেশন আছে। কাজেই ভালো আশা করা ছাড়া আর কিছুই করার নাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।