ঢাকাSaturday , 18 November 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

বিশ্বকাপ ফাইনালে স্পটলাইটে থাকবেন যারা

parag arman
November 18, 2023 11:44 pm
Link Copied!

রোমাঞ্চকর এক ম্যাচের প্রত্যাশায় রোববার ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শিরোপা নির্ধারনী এ ম্যাচে স্পটলাইট থাকবেন ভারত-অস্ট্রেলিয়ার বেশকিছু ক্রিকেটার। ফাইনালের মঞ্চে যেকোনো পরিস্থিতিতে ম্যাচের গতিপথ পাল্টে দেওয়ার সামর্থ্য রাখেন বিরাট কোহলি-এডাম জাম্পাদের মত ক্রিকেটাররা।

বিরাট কোহলি (ভারত) : চলতি বিশ্বকাপে এ পর্যন্ত সর্বোচ্চ রান নিয়ে ফাইনাল খেলতে নামবেন ভারতের বিরাট কোহলি। ১০ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরিতে ৭১১ রান করেছেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে এক আসরে স্বদেশি শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ড ভাঙেন কোহলি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৭ রানের ইনিংস খেলে ওয়ানডেতে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরি মালিক হন এই ডানহাতি ব্যাটার।

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি। লিগ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। ২ রানে ৩ উইকেট পতনের পর লোকেশ রাহুলকে নিয়ে ভারতকে জয়ের স্বাদ এনে দেন কোহলি। নিজে করেছিলেন ৮৫ রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবসময়ই জ্বলে ওঠে বিরাট কোহলির ব্যাট। এখন পর্যন্ত অসিদের বিপক্ষে ৪৬ ইনিংসে ৮টি সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরিতে ২,৩১৩ রান করেছেন তিনি। যেকোন দলের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান কোহলির।

ফাইনালে আর মাত্র ৩ রান করলেই বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হবেন কোহলি। এতে তৃতীয়স্থানে নেমে যাবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ১৭৪৩ রান নিয়ে এখন দ্বিতীয়স্থানে আছেন পন্টিং। কোহলির রান ১৭৪১। ২২৭৮ রান নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার।

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) : ব্যাট হাতে অস্ট্রেলিয়ার পক্ষে চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ১০ ইনিংসে ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৫২৮ রান করেন তিনি। লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪১ রানে ফিরলেও, পাকিস্তানের বিপক্ষে ১৬৩ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন ওয়ার্নার। তার আরেকটি সেঞ্চুরি এসেছে নেদারল্যান্ডসের বিপক্ষে।

অস্ট্রেলিয়াকে ঝড়ো গতির শুরু এনে দিতে পারদর্শী ওয়ার্নার। তার কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশায় থাকবে অস্ট্রেলিয়া। বড় মঞ্চে জ্বলে উঠার সামর্থ্য আছে তার। ওয়ানডে ক্যারিয়ারে ভারতের বিপক্ষেই দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ওয়ার্নার। ২৫ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ১২১৫ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ৭৫ রান প্রয়োজন ওয়ার্নারের।

মোহাম্মদ সামি (ভারত) : বিশ্বকাপে ভারতের বড় চমক বলা যেতেই পারে পেসার মোহাম্মদ সামিকে। দলের প্রথম ৪ ম্যাচে একাদশে সুযোগই হয়নি তার। পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই নিজের জাত চেনান সামি। ৫৪ রানে ৫ উইকেট নেন।

এরপর পরের দুই ম্যাচে নেন আরও ৯ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে ৪ ও শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেট। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে ভারতকে ফাইনালে তোলেন সামি। ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে বিশ্বকাপে এখন সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। গড় ৯ দশমিক ১৩ ও ইকোনমি ৫ করে। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৪৫০ শিকার পূর্ণ করতে তিন উইকেট দূরে দাঁড়িয়ে সামি।

এডাম জাম্পা (অস্ট্রেলিয়া) : এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা স্পিনারের জাম্পা। বিশ্বকাপে শীর্ষ পাঁচ বোলারের মধ্যে একমাত্র স্পিনার হিসেবে আছেন তিনি। ১০ ইনিংসে ২২ উইকেট আছে তার। সামির পরই আছেন জাম্পা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ শিকারের মালিকও তিনি। দিল্লিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানে ৪ উইকেটই এবারের আসরে জাম্পার সেরা বোলিং ফিগার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।