ঢাকাFriday , 3 March 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

মুস্তাফিজকে উইকেট নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে: তামিম

parag arman
March 3, 2023 6:56 pm
Link Copied!

দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ১৩২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৩২৭ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৯৪ রানে অলআউট হয় টাইগাররা। তাতে এক ম্যাচ বাকী থাকতেই ওয়ানডে সিরিজ ২-০ তে জিতে নেয় ইংলিশরা। এই পরাজয়ে ব্যাটারদের ব্যর্থতা স্পষ্ট। কিন্তু অধিনায়ক তামিম ইকবাল বললেন, বোলারদের পরিকল্পনাহীন বোলিংয়েই বাংলাদেশ দলকে হারতে হয়েছে। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে তামিম-সাকিবরা যেভাবে খেলেছেন, তাতে মনে হয়েছে সম্মানজনক হার এড়াতে তারা লড়েছেন। যদিও বিষয়টি অস্বীকার করেছেন তামিম।

হারের কারণ বলতে গিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ম্যাচ থেকে ছিটকে যাওয়ার অনেক কারণ আছে। আমরা প্রথম ৪-৫ ওভার ভালো বোলিং করিনি। টস জিতে যখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেই, যথেষ্ট হেল্প ছিল। আরও ভালো বল করতে পারতাম। ওখানে একটা রান আউটের সুযোগ ছিল। যদি রান আউটের সুযোগটি নিতে পারতাম তাহলে ৫০-৬০ রান ওপর-নিচে হতে পারতো।’

স্কোরবোর্ডে ৯ রান উঠতেই টপ অর্ডারে তিন ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে স্বাগতিকরা আর বের হতে পারেনি। দ্রুত তিন উইকেট হারানোর পর ৩২৬ রান তাড়া করা প্রায় অসম্ভব বলেই জানান তামিম, ‘আপনি যখন প্রথম ওভারে দুই উইকেট হারাবেন এবং তৃতীয়টা দ্বিতীয় ওভারে। তখন যে বিপর্যয়ে পড়বেন সেখান থেকে ঘুরে দাঁড়াতে আপনাকে সময় দিতে হবে। পুনরায় লড়াই শুরু করতে হবে। যেটা সাকিব ও আমি চেষ্টা করেছিলাম। ৩২৭ রান তাড়া করতে গেলে কাউকে না কাউকে কোনও না কোনও সময় সুযোগ নিতেই হতো। আমি যখন সেই সুযোগটি নিতে যাই, দুর্ভাগ্যজনকভাবে কাজে লাগেনি। কিন্তু ২ ওভারে ৩ উইকেট হারানোর পর ৩২৭ রান তাড়া করে জেতা কঠিন।’

লক্ষ্যটা কঠিন হলেও বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠেছে। ৯ রানে তিন উইকেট হারানোর পর সাকিব-তামিম মিলে জুটি গড়ার চেষ্টা করেছেন। কিন্তু দু’জন কিছুটা স্লো ব্যাটিং করেছেন। ১১১ বলে ৭৯ রানের জুটির পর আউট হয়েছেন তামিম। সাকিবের চেয়ে তামিম ছিলেন বেশি রক্ষণাত্মক। ৩২ বলে প্রথম ২৪ রানের পর বাকি ১১ রান করতে খেলেছেন আরও ৩৪ বল! এমন স্লো ব্যাটিংয়ে চাপে পড়ে যান তিনি। চাপ কাটাতে আক্রমণাত্মক হতে গিয়ে ৬৫ বলে ৩৫ রান করে সাজঘরে ফিরেছেন। তাহলে কি বাংলাদেশ দল জয়ের চেষ্টা করেনি?

অধিনায়ক তামিম বলেন, সেই চেষ্টা থেকেই ধরে ব্যাটিং করেছেন তিনি। তিনি আরো বলেন, ‘আমরা যদি ১২-১৫ বছর আগে এই পরিস্থিতিতে থাকতাম, তাহলে হয়তো এই কথা মেনে নিতে পারতাম। দ্রুত ৩/৪ উইকেট পড়ে যাওয়ার পর সাকিব ও আমি জেতার জন্যই খেলছিলাম। যখন ৩ উইকেট পড়ে যাবে, আপনাকে একটু সময় নিতে হবে। এই কারণেই কিন্তু আমার ওই শটটা খেলা। চাচ্ছিলাম যতটুকু আমরা এগিয়ে যেতে পারি। আগেই যদি হার মেনে নিতাম তাহলে খেলাটা অন্যরকম হতো। মনে করি না আমরা ওই স্টেজে আছি। ওরা চারশো করলেও আমরা জেতার চেষ্টা করতাম। পারি না পারি সেটা ভিন্ন কিছু। আমি আর সাকিব যখন ব্যাটিং করেছি, দু’জন চেষ্টা করেছি। কিন্তু ওই ৩০-৩৫ বা ৫০ হলে এই ধরণের লক্ষ্য তাড়া করা যাবে না।’

ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই ‘আসল’ মুস্তাফিজকে পাওয়া যায়নি। প্রথম ম্যাচে ২০৯ রান করার পর প্রতিপক্ষকে আটকে রাখতে ঠিক যেভাবে বোলিং করতে হতো, সেভাবে বোলিং করতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচেও ছিল একই অবস্থা। তার নখদন্তহীন বোলিংয়ের সুযোগ নিয়ে ইংলিশরা রানের পাহাড় গড়েছে। মুস্তাফিজকে ভালো করতে হলে উইকেট নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে বলে মনে করেন তামিম, ‘আমি চাই মুস্তাফিজুর রহমান ভালো করুক। তার খুব ভালো রান আটকানোর ক্ষমতা আছে। সে যদি উইকেট-টেকিং সক্ষমতা বাড়াতে পারে, সে খুব ভালো করতে পারবে। আমার মনে হয় সে-ও এটা ভালো করে জানে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।