ঢাকাMonday , 11 November 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাঁতারের তৃতীয় দিনে এক রেকর্ড

Sahab Uddin
November 11, 2024 10:08 pm
Link Copied!

ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতারে আজ ছিল ১০টি ইভেন্ট। একমাত্র রেকর্ড হয়েছে ছেলেদের ৪ গুণিতক ২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে। এতে অংশ নেন কাজল মিয়া, মাহমুদুন্নবী নাহিদ, সামিউল ইসলাম রাফি ও আসিফ রেজা। নৌ-বাহিনীর এই দল সময় নিয়েছে ৮ মিনিট ০০.৫১ সেকেন্ড। আগের রেকর্ডটিও ছিল বাংলাদেশ নৌ-বাহিনীর। গত বছরই তাদের টাইমিং ছিল ৮ মিনিট ০৬.০১ সেকেন্ড।

দিনের অন্য ইভেন্টে ছেলেদের ১৫০০ মিটার ফ্রি-স্টাইলে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ, ৫০ ব্রেস্ট স্ট্রোকে একই সংস্থার সুকুমার রাজবংশী, ১০০ মিটার বাটার ফ্লাইয়ে নৌ-বাহিনীর মাহমুদুন্নবী নাহিদ, ৫০ মিটার ফ্রি-স্টাইলে নৌ-বাহিনীর আসিফ রেজা সোনা জিতেছেন।

এ ছাড়া মেয়েদের ইভেন্টে দুটি সোনা জিতেছেন নৌ-বাহিনীর সোনিয়া আক্তার। তিনি প্রথমে ৮০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জেতেন। এরপর জেতেন ১০০ মিটার বাটার ফ্লাইয়ে। অন্য ইভেন্টে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, ৪ গুণিতক ২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে সোনা জিতেছেন নৌ-বাহিনীর অ্যানি আক্তার, সোনিয়া খাতুন, যুথী আক্তার ও সোনিয়া আক্তার। ৫০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জিতেছেন নৌ-বাহিনীর যুথী আক্তার।

সামিউল ইসলাম রাফি এর আগে ৪টি ইভেন্টে অংশ নিয়ে ৩টিতেই ব্যক্তিগত রেকর্ড গড়েছেন। আজ দলীয় রেকর্ড গড়ে উচ্ছ্বসিত রাফি বলেন, ‘ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দলকেও সাফল্য এনে দিতে পেরে ভালো লাগছে। তা ছাড়া রিলে ইভেন্টটি আমরা বেশ উপভোগ করেছি। এমনিতেই আমার টাইমিং ভালো হচ্ছে। পারফর‌ম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পেরে আরও ভালো লাগছে।’

এখন পর্যন্ত জাতীয় সাঁতারে ৩২টি ইভেন্টের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ নৌ-বাহিনী ২৪টি ও বাংলাদেশ সেনাবাহিনী ৮টি সোনা জিতেছে। পদক তালিকায় মাত্র ৪টি সংস্থা নাম উঠাতে পেরেছে। বিমান-বাহিনী ১টি ও বিকেএসপি ৫টি ব্রোঞ্জ পেয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।