ঢাকাSaturday , 3 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

৬৪তম সোনিয়া

Sahab Uddin
August 3, 2024 10:58 pm
Link Copied!

বাংলাদেশ থেকে অংশ নেওয়া ৫ ক্রীড়াবিদের ৩ জন এর আগেই বাদ পড়েছেন প্যারিস অলিম্পিক থেকে। বাকি থাকা দুজন আজই নেমেছিলেন নিজ নিজ ইভেন্টে। দৌড়বিদ ইমরানুর অ্যাথলেটিকসে ১০০ মিটার প্রিলিমিনারিতে নিজের হিটে ৬ষ্ঠ হয়ে বাদ পড়েছেন।

প্রায় একই সময়ে সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলে প্যারিসের লা দেফন্স অ্যারেনাতে নামেন বাংলাদেশের দ্রুততম নারী সাঁতারু সোনিয়া খাতুন।

প্রতিযোগিতার ৩ নম্বর হিটের ৬ নম্বর লেনে সাঁতরান সোনিয়া। ৩০.৫২ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে ৬ষ্ঠ হয়েছেন তিনি। সব মিলিয়ে ৭৯ প্রতিযোগির মধ্যে ৬৪ তম হয়ে বাদ পড়েছেন বাংলাদেশের ২৪ বছর বয়সী এ সাঁতারু।

এর আগে ২০২৩ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৫০ মিটার ফ্রি স্ট্রাইলে ৩০.৪৯ সেকেন্ড সময় নিয়েছিলেন সোনিয়া। চলতি বছর কাতারে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৫০ মিটার ফ্রি স্টাইল শেষ করতে সময় নেন ৩০.৯৫ সেকেন্ড।

নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনিয়ার ক্যারিয়ার সেরা টাইমিং ৩০.১১ সেকেন্ড। ২০২৩ হাংজু এশিয়ান গেমসে তিনি এ টাইমিং গড়েন। জাতীয় পর্যায়ে এখন পর্যন্ত ৩৭টি স্বর্ণপদক জেতা সোনিয়া টানা চারবার সেরা নারী সাঁতারু নির্বাচিত হয়েছেন। কিন্তু প্যারিসে নিজেকে ছাড়িয়ে যেতে পারলেন না। বাদ পড়লেন শুরুতেই।

সোনিয়া আজ ৫০ মিটার ফ্রিস্টাইলের ৩ নম্বর হিটের ৬ নম্বর লেনে সাঁতরান। সোনিয়ার প্রতিপক্ষ হিসেবে ছিলেন ডোমিনিকা, সুরিনাম, হাইতি, বুরুন্দি, সলোমন দ্বীপপুঞ্জ, বুরকিনা ফাসো ও পালাউর সাঁতারু। এ হিটে ২৯.৬০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন কম্বোডিয়ার মাহেশরা সাদি।

সব হিট মিলিয়ে ২৩.৮৫ সেকেন্ড সময় নিয়ে সবার আগে ৫০ মিটার শেষ করেছেন সুইডেনের সারাহ জোসট্রুম। ১৬তম প্রতিযোগী হিসেবে ২৪.৭২ সেকেন্ড সময় নিয়ে পরের ধাপ সেমিফাইনালে জায়গা পেয়েছেন নেদারল্যান্ডসের ভ্যালেরি ফন রুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।