ঢাকাMonday , 19 February 2024
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

কাজাখস্তানের পদক তেহরানে হারালেন ইমরান

Sahab Uddin
February 19, 2024 10:00 pm
Link Copied!

গত বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। আজ ইরানের তেহরানে ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে চতুর্থ হয়েছেন তিনি।

আট জন ফাইনালিস্ট তিনটি পদকের জন্য দৌড়েছিলেন। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান চার নম্বর লেনে শুরুতে খানিকটা পিছিয়ে থাকলেও কয়েক মিটার পর অবশ্য কাভার করেছিলেন। তবে শেষ ১৫ মিটারে তিনি বেশ পিছিয়ে পড়েন। আট জনের মধ্যে চতুর্থ হয়েছেন তিনি।

ইমরান এবার ৬০ মিটার স্প্রিন্টের প্রাথমিক হিটে করেছিলেন ৬.৬২ টাইমিং। সেমিফাইনালে সেই টাইমিং কমিয়ে ৬.৬০ করেছিলেন। আজ ফাইনালে ৬.৬৭ টাইমিং করায় শিরোপার দৌড়ে থাকতে পারেননি। গত আসরে ৬.৫৯ টাইমিংয়ে তিনি স্বর্ণ জিতেছিলেন।

এবার তেহরানে স্বর্ণ জিতেছেন ওমানের আলী আনওয়ার। তার টাইমিং ৬.৫২। জাপানের সুহিই ও উত্তর কোরিয়ার জো ইয়ম ৬.৫৬ ও ৬.৬৬ টাইমিং নিয়ে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পান। ইমরান হিটের টাইমিং করলেও অন্তত ব্রোঞ্জ পদক পেতেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।