ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেও বাংলাদেশের ক্রিকেটে বিদেশি তারকা ক্রিকেটারদের আনাগোনা খুব একটা কম ছিল না। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রীতিমতো তারার মেলা বসত। দেশের সেরা তারকারা তো বটেই বিশ্বক্রিকেটের অনেক মহীরুহই মাতিয়েছেন এই টুর্নামেন্ট। অথচ দেশের লিস্ট এ ক্রিকেটের সেরা টুর্নামেন্ট ডিপিএলেই কিনা এবার থাকছেন না কোনো বিদেশি খেলোয়াড়।
বিপিএল শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ছে দেশের ক্রিকেটে ৫০ ওভারের ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আগামী ৯ মার্চ মাঠে গড়াচ্ছে এবারের ডিপিএল মৌসুম।
২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রথম সভায় বসে সিসিডিএম। সেখানেই চূড়ান্ত হয় এবারের ডিপিএল মৌসুমের দিনক্ষণ। এবারের ডিপিএল বাড়ছে প্রাইজমানি। তবে থাকছে না কোনো বিদেশি খেলোয়াড়।
বিদেশি ক্রিকেটার না থাকার কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও অনেকেরই ধারণা, ডলার সংকটের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিপিএলের এবারের আসরের খেলাগুলো হবে চারটি ভেন্যুতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।