বেজে উঠেছে বিশ্বকাপের বাঁশি। আর মাত্র একদিন পরই ভারতের মাটিতে মাঠে গড়াবে বিশ্বকাপের আসর। এবারের আসরে মাঠ মাতাবেন বিরাট কোহলি, বেন স্টোকস, রোহিত শর্মা, সাকিব আল হাসান, স্টিভ স্মিথ, কেইন উইলিয়ামসনের মতো তারকারা। ৪৫ দিনব্যাপী এই টুর্নামেন্টে ১০টি দল খেলবে ভারতের ১০টি স্টেডিয়ামে। চলুন জেনে এবারের বিশ্বকাপের অন্যতম ভেন্যু পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম সম্পর্কে।
ভারতের মহারাষ্ট্রের অন্যতম শহর হিসেবেই পরিচিত পুনে। শিক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যে বেশ অগ্রসর এই শহরটি। ভারতের আইটি হাবগুলোর মধ্যেও একটি এই পুনে। আর এই শহরেই অবস্থিত মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। ভারতের অন্যতম দৃষ্টিনন্দন স্টেডিয়াম হিসেবে পরিচিত মাঠটি। কেননা আকারের দিক থেকে এই স্টেডিয়ামের একেবারেই গোলাকৃতি। আর তা পাখির চোখে দেখে মনে হয় পূর্ণ একটি বৃত্ত। আইপিএলের কারণে তাই এই মাঠটি ৩৬০ ডিগ্রি মাঠ হিসেবেও বেশ খ্যাতি পেয়েছে।
পুনের এই স্টেডিয়াম সুব্রত রায় সাহারা ক্রিকেট স্টেডিয়াম হিসেবেও সমধিক পরিচিত। মহারাষ্ট্র ক্রিকেট টিম ও মহারাষ্ট্র ওমেন্স ক্রিকেট টিমের হোম গ্রাউন্ড এই মাঠটি ২০১২ সালে উদ্বোধন করেন বিসিসিআই ও আইসিসির তৎকালীন প্রেসিডেন্ট শারদ পাওয়ার। ২০১০ সালে এই স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার কথা ছিল। এমনকি ২০১১ বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হওয়ারও কথা ছিল এই মাঠেই। তবে নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় তা হয়নি।
এবারের বিশ্বকাপে পুনের এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট পাঁচটি ম্যাচ। বাংলাদেশের দুইটি ম্যাচ হবে এই মাঠে। ৩৭০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হিসেবেই পরিচিত। তবে ম্যাচ এগোতে থাকলে স্পিনাররাও উইকেট থেকে কিছুটা সুবিধা পেয়ে থাকেন।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ বনাম ভারত (১৯ অক্টোবর), আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ( অক্টোবর ৩০), নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (নভেম্বর ১), ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস (নভেম্বর ৮), অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ (নভেম্বর ১১) ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এই মাঠে।
এখনো পর্যন্ত পুনের এই স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মোট ৭টি, যার মধ্যে আগে ব্যাট করে জয় এসেছে ৪টি ম্যাচে। আর পরে ব্যাট করা দল জয় পেয়েছে ৩ ম্যাচে। বিশ্বকাপের এই ভেন্যুতে প্রথম ইনিংসে গড় রান ৩০৭ এবং দ্বিতীয় ইনিংসে গড় রান ২৮১। এছাড়া সর্বোচ্চ দলীয় স্কোর এখন পর্যন্ত ৩৫৬ রান এবং
সর্বনিম্ন দলীয় স্কোর ২৩২ রান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।