জাতীয় নারী ফুটবল দলে নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশে ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ (বুধবার) নারী ফুটবল কমিটির এক সভায় সাবেক ফুটবলার আরিফুর রহমান পান্নুকে দলটির গোলরক্ষক কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে সাময়িক এই দায়িত্ব দেওয়া হয়েছে কেবল অক্টোবর মাসের জন্য।
এশিয়ান গেমস থেকে ফিরেছেন সাবিনা খাতুনরা। এখন তাদের সামনে লেবানন মিশন। অক্টোবরে নারী ফিফা উইন্ডোতে লেবাননের সঙ্গে তাদের দু’টি ম্যাচ খেলার কথা ছিল। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। লেবাননের পরিস্থিতিও বেশ নাজুক।
তবে লেবানন ফুটবল ফেডারেশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাফুফে। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা তাদের সঙ্গে প্রতিনিয়ত খোঁজ রাখছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিন-চার দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে থেকে বেতন বৃদ্ধির দাবি ছিল সাবিনাদের। সেই দাবি ইতোমধ্যে পূরণ হয়েছে। আজকের সভায় সাবিনাদের বর্ধিত বেতনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।