ঢাকাThursday , 12 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শান্ত বললেন, ‘ওপেনিং নিয়ে আর চিন্তাই না করি’

Sahab Uddin
October 12, 2023 10:05 pm
Link Copied!

একটি দুটি ম্যাচে নয়, দিনের পর দিন ওপেনিং নিয়ে ব্যর্থতার কথা শুনতে শুনতে বিরক্তই হয়ে গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটাররা! কোচ-অধিনায়ক সবার কাছে একই প্রশ্ন। তাদের উত্তরও একই, ‘ওপেনিং নিয়ে চিন্তার কিছু নেই।’ কিন্তু চিন্তা তো আছেই। কোনও ম্যাচেই ওপেনার ভালো শুরু করতে পারছেন না। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে পুরো ফিট নয়, এই তকমা দিয়ে বিশ্বকাপ দলে রাখা হয়নি। যাকে রাখা হয়েছে, তিনিও ছন্দে নেই। এই অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চিন্তাটা ঠিকই ঘুরে, ফিরে আসছে। টপ অর্ডার ব্যাটার শান্ত অবশ্য জানিয়ে গেছেন ওপেনিং নিয়ে চিন্তা না করতে।

গত ১২ মাসে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ওপেন করেছেন ৯ জন। মেইকশিফট ওপেনার হিসেবে খেলে মেহেদী হাসান মিরাজ তিন ইনিংসে এক ফিফটি আর এক সেঞ্চুরি করে এই সময়ে সবচেয়ে সফল। বাকি নিয়মিত ওপেনারদের কারও ব্যাটে রান নেই। লিটন দাস ইংলিশদের বিপক্ষে শেষ ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমন প্রশ্নের সামনে পড়ে ওপেনিং নিয়ে চিন্তাই বাদ দিতে বলেছেন।

শান্ত বলেছেন, ‘আমার মনে হয় ওপেনিং নিয়ে আর চিন্তাই না করি। ওপেনিংটাই বাদ দিয়ে দেই। (হাসি) আমার মনে হয় যে, এখানে টপ অর্ডারে যারাই আছে, তারা খুব ভালোমতো প্রস্তুতি নিয়ে আসছে। আমার মনে হয়, এক-দুইটা ভালো ইনিংস ওই ব্যাটারকে ভালো আত্মবিশ্বাস এনে দিবে। এখানে কেউই এমন না যে নির্ভার আছে। সবাই দলের জন্য সবাই চেষ্টা করছে। আশা করছি, টপ অর্ডার থেকে সামনের ম্যাচ থেকে ভালো স্কোর আসবে।’

সহ-অধিনায়ক শান্ত সতীর্থদের মন খুলে খেলার আহ্বান জানিয়েছেন, ‘আমরা কত বেশি সাহস নিয়ে ব্যাট করছি। মন খুলে, কতটুকু স্বাধীনতা নিয়ে ব্যাটিং করছি এটা জরুরি। প্রত্যেকটা দলের ব্যাটার যারা রান করছে আমার মনে হচ্ছে খুব আরামেই রান করছে। মন খুলে, স্বাধীনতা নিয়ে ব্যাটিং করাটা জরুরি। সবাই এখানে স্কিলফুল। যদি আমরা ওই স্বাধীনতা নিয়ে ব্যাট করি, তাহলে ভালো করা সম্ভব। কারণ, কোচিং স্টাফ, অধিনায়ক সবার কাছ থেকে আমাদের ওই স্বাধীনতা আছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।