১০ বছরের অপেক্ষা ঘুচিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ দল। আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। তবে পরের ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে হেরে যায় টাইগ্রেসরা। তবে ব্যক্তিগত নৈপুণ্যে বিশ্ব মঞ্চে সুখবর পেয়েছে বাংলাদেশের ২ স্পিনার। আইসিসি প্রকাশিত বোলারদের হালনাগাদ র্যাংকিংয়ে এগিয়েছেন দুই লেগ স্পিনার ফাহিমা খাতুন ও রাবেয়া খান।
সর্বশেষ তালিকায় এক ধাপ এগিয়ে বোলারদের তালিকায় নবম স্থানে উঠেছেন রাবেয়া। তিনি চলমান বিশ্বকাপের দুই ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি দুটি উইকেট নিয়েছেন। তিনি ছাড়া টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ের সেরা ২৫-এ নেই বাংলাদেশের আর কেউ।
বিশ্বকাপের দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া ফাহিমা বড় লাফ দিয়েছেন। তিনি ১৩ ধাপ লাফিয়ে উঠেছেন ৪৫ নম্বরে। তবে অবনতি হয়েছে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তার। উভয়েই দুই ধাপ করে পিছিয়ে নাহিদার অবস্থান ২৭তম ও মারুফা আছেন ৩১ নম্বরে।
বোলারদের র্যাংকিংয়ে সবার ওপরে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের স্পিনার সোফি এক্লেস্টন। অল্প সময়ের জন্য হলেও শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। খানিক পরই আবার তিনি দুইয়ে নেমে যান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।