বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেটে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে নিজের মতামত তুলে ধরতে ভক্তদের সামনে এসেছেন মাশরাফি। এদিন প্রথমেই তিনি কথা বলেছেন তামিমের অধিনায়কত্ব ছাড়া নিয়ে।
ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ও পরবর্তীতে বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেওয়া যে সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল, তা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন মাশরাফি। তিনি বলেন, ‘আমার কাছে কোনো দিক থেকে মনে হয়নি তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়েছে। তামিমের একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে ইনজুরি। ইনজুরি থাকলে কিছু করার নাই। বোর্ডও তামিমকে নিয়ে কমফোর্ট ছিল। বোর্ড একটা জিনিস ক্লিয়ার করেছে যে, তামিমকে আমরা অধিনায়ক হিসেবে দেখেছি।’
এরপরে রাগের মাথায় দলে না রাখতে বলাটাও তামিমের ভুল হিসেবে দেখছেন ম্যাশ। তিনি বলেন, ‘বোর্ডের কেউ না কেউ তার সঙ্গে কথা বলেছে। তখন সে কিছুটা উত্তেজিত হয়ে দলে থাকতে চায়নি। আমি মনে এটাও তার ভুল সিদ্ধান্ত ছিল। মাথা গরম করে তামিমের সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি।’
গত আগস্টে অধিনায়কত্ব ছাড়েন তামিম। সেই সঙ্গে চোটের কারণে এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেন। চিকিৎসার জন্য বিদেশেও গিয়েছিলেন। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরেন তিনি। তার বিশ্বকাপ খেলতে যাওয়াও এক রকম নিশ্চিতই ছিল। কিন্তু গত কয়েক দিনে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে বদলে যায় দৃশ্যপট। শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই গতকাল বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।