ঢাকাWednesday , 6 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ব্যাটিং ব্যর্থতা বোলিংয়ে পুষিয়ে দিন শেষ করল বাংলাদেশ

Sahab Uddin
December 6, 2023 4:28 pm
Link Copied!

টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের স্পিনারদের তোপে অল্পতেই গুঁড়িয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে বল হাতে ব্যাটারদের ব্যর্থতা পুষিয়ে দিয়ে দিনটা নিজেদের করে নিয়েছে টাইগার বোলাররা।
মিরপুরে বুধবার (৬ ডিসেম্বর) আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৭২ রানের জবাবে ৫৫ রানে ৫ উইকেট হারিয়েছে কিউইরা। স্বাগতিক বোলারদের পক্ষে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাকি ২ উইকেট তাইজুল ইসলামের পকেটে।

১৭২ রানে থামল বাংলাদেশের ইনিংস
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। যিনি আবার আউট হয়েছেন বল হাত দিয়ে থামিয়ে। এদিকে নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন স্যান্টনার ও ফিলিপস।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে ইনিংসের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের দুই ওপেনার জাকির ও জয়। তাদের মন্থর ব্যাটিং দেখে কে বলবে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পরতে যাচ্ছে? দলীয় ২৯ রানে জাকির হাসানের এক ভুল শট দিয়ে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় শুরু।

এরপরের ওভারেই ফিরে যান আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর দ্রুত ফিরে যান মুমিনুল ও শান্ত। এই চার উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। এরপর শাহাদাত দীপুকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন মুশফিক। তবে মুশফিক অদ্ভুতভাবে আউট হলে আবারো শুরু হয় বাংলাদেশের ব্যাটিং ধ্বস।

কাইল জেমিসনের করা বল ব্যাটে লেগে উইকেটের পেছনে যাচ্ছিল। সে সময়েই হাত দিয়ে বল আটকান মুশফিক। তাতে নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা ‘হ্যান্ডলড দ্য বল’ আউটের আবেদন করেন এবং তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। মুশফিক ফেরেন দলীয় সর্বোচ্চ ৩৫ রান করে।

এরপর ক্রিজে আর কোন ব্যাটসম্যান থিতু হয়ে থাকতে পারেনি। ফিলিপসের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরে যান ৩১ রান করা শাহাদাত দীপু। এরপর একে একে মিরাজ, সোহান ও তাইজুলের বিদায়ে নিশ্চিত হয় বাংলাদেশ আর দুইশ রান করতে পারছে না। শরিফুলকে আউট করে বাংলাদেশ ইনিংসের সমাপ্তি ঘটান কিউই অধিনায়ক টিম সাউদি।

নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন স্যান্টনার ও ফিলিপস। দুইটি উইকেট পান এজাজ প্যাটেল। আর সাউদি পান একটি উইকেট।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।