আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে নারী আইপিএল। আর এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ানস। প্রথমবার মোট ৫টি দল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টে নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। মাঠে বল গড়ানোর আগেই ব্যাঙ্গালুরু দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ক্রিকেটারদের সঙ্গে অনেকটা সময় কাটাতে দেখা যায় সানিয়াকে। ৫ মার্চ রোববার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সানিয়া দলের সঙ্গেই থাকবেন।
সদ্য সাবেক হওয়া ৩৬ বছর বয়সী এই ভারতীয় টেনিস তারকা ৬ বার জিতেছেন গ্র্যান্ড স্ল্যাম। সম্প্রতি দুবাই ওপেন খেলে টেনিসকে বিদায় জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।