রাওয়ালপিন্ডির আকাশের অবস্থা ভালো নয়। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিনই দেখা গিয়েছিলো। বৃষ্টির কারণে সেদিন হাইভোল্টেজ ম্যাচটির টসই অনুষ্ঠিত হতে পারেনি। একই ভাগ্য বরণ করতে হলো বাংলাদেশ-পাকিস্তান ম্যাচকেও। তুমুল বৃষ্টির কারণে এই মাঠে আজকের ম্যাচটি আর আয়োজন সম্ভব নয়। যে কারণে বিলম্ব না করে আগেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো।
বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। আড়াইটায় টস। বৃষ্টি শুরু হয় তারও আগে থেকে। মূলতঃ গত কয়েকদিনই পাঞ্জাব প্রদেশের আবহাওয়া খারাপ। আজ যেমন শুধু রাওয়ালপিন্ডি নয়, লাহোরেও বৃষ্টির খবর পাওয়া গেছে।
রাওয়ালপিন্ডিতে শুধুমাত্র বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটিই নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পেরেছে। এরপর থেকেই প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। যে কারণে ভেসে গেছে অস্ট্রেলিয়া এবং দক্ষিন আফ্রিকার ম্যাচটি। এবার মাঠে গড়াতে পারলো না বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটিও।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিলো ৬ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে ৫ উইকেটে।
অন্যদিকে পাকিস্তান উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে ৬০ রানে এবং দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছিলো ৬ উইকেটে। ফলে শেষ ম্যাচটির আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিলো বাংলাদেশ এবং পাকিস্তান- দুই দলেরেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।