অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপে একটি জয় পেয়েছিল আফগানিস্তান। স্কটল্যান্ডের বিপক্ষে ওই জয়ের পর পেরিয়ে গেছে ১৩ ম্যাচ। বিশ্বমঞ্চে আর জয়ের দেখা পায়নি আফগানিস্তান।
২০১৯ বিশ্বকাপে দুই-একটা ম্যাচ জিতবে আফগানরা, এমন আশা করা হলেও মোহাম্মদ নবী-রশিদ খানরা তা পারেননি। এবার বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে ২০২৩ বিশ্বকাপ যাত্রা শুরু করলো গুরবাজ-রশিদ-নবীর দল।
এ নিয়ে বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে টানা ১৩ ম্যাচে হারের লজ্জায় ডুবেছে আফগানিস্তান। বিশ্বকাপে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের পর সবচেয়ে বেশি ম্যাচে জয়হীন থাকলো আফগানরা।
জিম্বাবুয়ে ১৯৮৩-১৯৯২ বিশ্বকাপ পর্যন্ত টানা ১৮ ম্যাচে হারের লজ্জার রেকর্ড গড়েছে। স্কটল্যান্ড ১৯৯৯-২০১৫ বিশ্বকাপ পর্যন্ত টানা ১৪ ম্যাচে হেরেছে। অবশ্য এর মধ্যে স্কটল্যান্ড ১৯৯৯, ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।
তাদের পরে আছে আফগানিস্তান। এছাড়া বিশ্বকাপে টানা ১১ ম্যাচে কানাডা ও টানা ১০ ম্যাচে হারের বাজে রেকর্ড আছে নেদারল্যান্ডসের। চলতি বিশ্বকাপে অংশ নেওয়া আফগানিস্তান ও নেদারল্যান্ডসের এই লজ্জার রেকর্ড কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।