ঢাকাMonday , 2 October 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

বিশ্বকাপে গর্জে উঠতে প্রস্তুত বাংলাদেশ : আইসিসি

Sahab Uddin
October 2, 2023 9:46 pm
Link Copied!

বিশ্বকাপের আগমুহূর্তে মাঠের বাইরের বিতর্কে বেশ সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে নাটকীয়তার শেষ নেই। তামিম ইকবালের বাদ পড়া নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে বেশ। অধিনায়ক সাকিব আল হাসানের বিস্ফোরক এক ইন্টারভিউ উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। তবে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারানোর পর সেই উত্তাপ কিছুটা হলেও মিইয়ে গেছে। মাঠের খেলায় পূর্ণ মনোযোগ দিতে চায় লাল-সবুজের জার্সিধারীরা।

আইসিসির মূল আয়োজন শুরু হবে ৫ অক্টোবর। তার আগে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি টাইগারদের জন্য শনিবার (৩০ সেপ্টেম্বর) ‘মিডিয়া ডে’র আয়োজন করেছিল। যেখানে সাকিব-মিরাজ ও তাসকিনদের সম্পূর্ণ ভিন্ন মেজাজে দেখা গেছে। বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।

ফটোসেশনের পরের দিন অর্থাৎ গতকাল (রোববার) বাংলাদেশ দলে খেলোয়াড়দের ছবি প্রকাশ করেছে আইসিসি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশের হয়ে বড় ভূমিকা রাখতে পারেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তাদের বিশ্বকাপ সংক্রান্ত অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব-মিরাজদের ছবি আপলোড করেছে। ক্যাপশনে সাকিবদের উদ্দেশ্য করে তারা লিখেছে, ‘বিশ্বকাপে গর্জে উঠতে প্রস্তুত।’
এবারের বিশ্বকাপে বাংলাদেশের বড় স্বস্তির নাম শক্তিশালী পেস ইউনিট। তাসকিনদের গতি আর বাউন্সে প্রতিপক্ষকে ধরাশায়ী করার অপেক্ষা।

পোস্টটিতে সাকিব আল হাসান, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের ছবি আপলোড করেছে আইসিসি। ৪ জনই ছিলেন বাংলাদেশের বিশ্বকাপ জার্সি পরিহিত অবস্থায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।