ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রিজার্ভ আম্পায়ারের দায়িত্ব পেয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। এক দিন অপেক্ষার পরই স্বপ্নপূরণ হলো তার। প্রথমবার বিশ্বকাপের ফিল্ড আম্পায়ারের ভূমিকায় বাংলাদেশের কাউকে দেখা গেল। শনিবার দুপুরে দিল্লীতে শুরু হওয়া সাউথ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচে আম্পায়ারিং করছেন সৈকত।
বিশ্বকাপের মঞ্চে কেন তাকে আম্পায়ার হিসেবে রাখা হয়েছে, তার প্রমাণ দিয়েছেন শুরুতে। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা। সৈকত আত্মবিশ্বাস নিয়েই আঙুল উচিয়ে আউট দেন। ব্যাটার রিভিউ নিলেও সেটি অসফল হয়। বহাল থাকে সৈকতের সিদ্ধান্তই।
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেছেন সৈকত। তবে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে অভিষেক হলো শরফুদ্দৌলা ইবনে সৈকতের। প্রথমবার রিজার্ভ হিসেবে, এবার মূল আম্পায়ার হিসেবে।
২০১১ বিশ্বকাপের সহ-আয়োজক ছিল বাংলাদেশ। সে বিশ্বকাপেই বাংলাদেশ থেকে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছিলেন সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হক। চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশের দ্বিতীয় আম্পায়ার হিসেবে এবারের বিশ্বকাপে আইসিসি ঘোষিত আম্পায়ারিং প্যানেলে সুযোগ পান সৈকত।
ভারতের মাটিতে চলতি ওয়ানডে বিশ্বকাপে আরও চারটি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে। আগামী ২৮ অক্টোবর ধর্মশালায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড হাইভোল্টেজ ম্যাচ পরিচালনা করবেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।