আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। টাইগাদের বিপক্ষে সিরিজ শেষ করে হোমে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকাকেও নিমন্ত্রণ করবে পাকিস্তান। সব মিলিয়ে চলতি বছরের বাকি সময়ে পাকিস্তানের ক্রিকেটপাড়ায় থাকবে দারুণ ব্যস্ততা।
এসব সিরিজ নিয়ে এখন থেকে পরিকল্পনার ছক আঁকছে পাকিস্তান। দলের মূল তারকারা যেন সবাই খেলতে পারে, সেটি নিশ্চিত করতে চায় তারা। সে কারণেই তারকা পেসার নাসিম শাহকে বিদেশি ক্রিকেট খেলার ছাড়পত্র দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ২৪ জুলাই শুরু হবে ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া প্রতিযোগিতা দ্য হানড্রেড লিগ ২০২৪। এই লিগে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলার কথা রয়েছে নাসিম শাহের। পাকিস্তানের এই তারকা পেসারকে ১ লাখ ২৫ হাজার পাউন্ড দিয়ে কিনে নিয়েছে বার্মিংহাম।
চুক্তি অনুযায়ী সময়মতো লিগে যোগ দেওয়ার কথা নাসিমের। দ্য হানড্রেডে খেলতে যাওয়ার জন্য পিসিবির কাছে ছাড়পত্রও চেয়েছেন তিনি। তবে হতাশ হয়েছেন। নাসিমকে বাইরের কোনো ক্রিকেটে খেলা অবস্থাতে দেখতে চায় না সংস্থাটি। যে কারণে ডানহাতি এই তারকা পেসারকে ছাড়পত্র (এনওসি) দেয়নি তারা।
পিসিবির কিছু নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ফিটনেস স্থিরতা নিয়ে সংশয় থাকায় নাসিমকে ফ্র্যাঞ্চাইজি খেলার অনুমতি দিতে চায় না তারা। কারণ, এই তারকা কাঁধের ইনজুরিতে কয়েকদিন মাঠের বাইরে ছিলেন। ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেননি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।
এখন বিদেশে খেলতে গেলে আবার ইনজুরিতে পড়ার শঙ্কা রয়েছে নাসিমের, এমনটিই বিশ্বাস পিসিবির। যে কারণে আন্তর্জাতিক সিরিজের আগে তাকে বিশ্রাম রাখা পক্ষপাতী নিয়ন্ত্রক সংস্থাটি। যে কারণেই নাসিমকে এনওসি দিতেও রাজি হচ্ছে না সংস্থাটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।