জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ যখন জয় পেয়ে মুক্তির আনন্দে। তখন অন্য প্রান্তে আফসোসে পুড়ছিলেন মালয়েশিয়ার ক্রিকেটাররা। এত সহজ একটি ম্যাচ হাত ফস্কে যাওয়ার কষ্ট বোঝা যাচ্ছিল তাদের প্রতিটি আচরণে।
মালয়েশিয়ার জয়ের বন্দরে প্রায় পৌছে দিয়েছিলেন ব্যাটসম্যান ভিরেন্দ্রীপ। ফিফটি করেও ম্যাচ শেষ করে আসতে না পারায় হতাশা রয়েছে এই ব্যাটসম্যানের। তবে তিনি এই ম্যাচকে মালয়েশিয়ার বার্তা হিসেবে দেখছেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে পারি সেটা এই ম্যাচের মাধ্যমে আইসিসির কাছে মেসেজ।’
মালয়েশিয়া সহযোগী সদস্য হয়েও টেস্ট প্লেয়িং দেশকে হারিয়ে দিচ্ছিল প্রায়। বাংলাদেশকে হারাতে পারলে মালয়েশিয়ার ক্রিকেটে বিশাল এক কীর্তি হতো। তীরে এসে তরী ডুবানোর জন্য নিজেদেরই দায়ী করলেন ভিরেন্দীপকে ক্রিজে সঙ্গ দেয়া বিজয় উন্নি,‘ ম্যাচের শেষের দিকে আমরা ভুল করেছি। এই ভুলগুলো না করলে ফলাফল অন্য রকমই হতো।
বুধবার খর্ব শক্তির মালেশিয়ার কাছে হারের মুখেই ছিল বাংলাদেশ। ৩ রানে ৩ উইকেট হারিয়ে অপ্রত্যাশিত ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রাথমিক এই ব্যাটিং ব্যর্থতার পর অধিনায়ক সাইফ হাসানের ওয়ানডে মেজাজের এক ফিফটিতে টেনেটুনে ১১৬ রান করে টাইগাররা। এই পুঁজি নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত চলে তুমুল লড়াই। শেষ বলে মীমাংসা হওয়া ম্যাচে বাংলাদেশ জয় পায় ২ রানে।
এশিয়ান গেমস ক্রিকেটে এবার মেয়েদের দল ব্রোঞ্জ জিতেছিল। এই ম্যাচের একপর্যায়ে মনে হয়েছিল, ছেলেদের কপালে বুঝি সেটিও জুটছে না! ব্যাটিং ব্যর্থতার পর লড়াইটা মূলত জমিয়ে তুলেছেন বোলাররা। বাংলাদেশের চেয়ে তুলনামূলক দুর্বল দলের কাছে হারটা ঠেকিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। শেষ ওভারে মালয়েশিয়ার দরকার ছিল ৫ রান। স্ট্রাইকে তাদের ফিফটি হাঁকানো ব্যাটার থাকলেও তাকে দমিয়ে রাখেন আফিফ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।