আর মাত্র ৫ দিন পর বিসিবির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারের। আগামী ৩১ ডিসেম্বর তাদের সঙ্গে শেষ হবে বিসিবির চুক্তির মেয়াদ। নির্দিষ্ট মেয়াদ শেষ হলে প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়বেন কি না- এমন প্রশ্নের উত্তর দিয়েছেন নান্নু। বিসিবির প্রধান নির্বাচক জানান, বোর্ড সভাপতির সিদ্ধান্তের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন তিনি।
মিনহাজুল আবেদিন নান্নুকে সরানো হলে কাকে প্রধান নির্বাচক করা হবে, সেটি হয়তো সময় হলেই জানা যাবে। তবে আপাতত নান্নু বোর্ডের বার্তার অপেক্ষায়। তিনি বলেন, ‘বোর্ড তো আমাকে এখনও কিছু জানায়নি। বোর্ড সভাপতি যখন আমাকে বলবেন, আর কন্টিনিউ করছি না (প্রধান নির্বাচকের দায়িত্ব), তখন আমি নিজের মতো করে ভাববো। ক্রিকেট নিয়েই তো সারাজীবন পার করে দিয়েছি। যে কয়দিন বাঁচবো, কিছু তো করে যেতে হবে। তবে ক্রিকেটের সঙ্গেই থাকবো।’
দশ বছর ধরে কাজ করলেও কখনো বিসিবি থেকে চুক্তি শেষ এমনটি বলা হয় নাই বলে জানান নান্নু। তিনি বলেন, ‘আমাদের প্রতিবছর এভাবেই যাচ্ছে। দশ বছর ধরে কাজ করছি কখনো বলে নাই চুক্তি শেষ। এমনও হয়েছে, এক বছর কাজ করার পর নতুন করে চুক্তি সই হয়েছে। বোর্ড সভায় সিদ্ধান্ত হবে রাখবে কি রাখবে না।’
নান্নুর নিজের এবং নির্বাচক কমিটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘এক বছরের মূল্যায়ন করলে তো হবে না। চার-পাঁচ বছর দেখতে হবে। সফলতা অবশ্যই আছে, ব্যর্থতাও আছে। সব মিলিয়ে মাঝামাঝি পর্যায়ে আছে দল।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।