ঢাকাTuesday , 13 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাহাড়-সমুদ্রে নারী ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প

BDKL DESK
May 13, 2025 9:29 pm
Link Copied!

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের রোমাঞ্চকর অভিযানের পর স্বল্প বিরতিতেই আবারো মাঠে নেমেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। তবে এবারের প্রস্তুতি ব্যাট-বলের নয়, একেবারেই ফিটনেসকেন্দ্রিক। কক্সবাজারের নৈসর্গিক পরিবেশে পাহাড় আর সমুদ্রের উত্তাপে নিজেদের শারীরিক সক্ষমতা আরও শাণিত করছেন নিগার সুলতানারা।

গেল ৮ মে কক্সবাজারে পৌঁছায় নারী দলের ১৫ সদস্যের একটি বহর। পরদিন, ৯ মে থেকে শুরু হয় কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেসভিত্তিক এই ক্যাম্পে ব্যাট কিংবা বলের অনুশীলন নেই। তাই স্বাভাবিকভাবেই দলের কোচরা রয়েছেন বাইরে। সঙ্গে আছেন ট্রেনার ও ফিজিও। পুরো ক্যাম্প চলবে ১৮ মে পর্যন্ত, পরদিন অর্থাৎ ১৯ মে ঢাকায় ফেরার কথা রয়েছে দলের।

দলের ম্যানেজার গোলাম ফাইয়াজ ক্যাম্পটির ব্যাপারে বলেন, ‘এটা একটি ফিটনেস বেইজড কন্ডিশনিং ক্যাম্প। এখানে শুধুমাত্র ফিটনেস নিয়েই কাজ হচ্ছে। ক্রিকেটাররা বালুর ওপর, পাহাড়ি ঢালে দৌড়াচ্ছে—মূলত শক্তি ও সহনশীলতা বাড়ানোর লক্ষ্যেই এমন অনুশীলন।’

তিনি আরও জানান, ‘গতকাল সমুদ্রের জলে রানিং করানো হয়েছে। বালুর চাপে দেহের পেশি আরও দৃঢ় হয়, ফিটনেস উন্নত হয়। এখানেই ক্যাম্পটি শেষ হবে ১৮ মে। এরপর আমরা ১৯ তারিখে ফিরে যাব। সামনে পরবর্তী টুর্নামেন্ট নিয়ে কথাবার্তা চলছে।’

বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর নতুন চ্যালেঞ্জের প্রস্তুতিতে নারী ক্রিকেটারদের এমন নিবেদিত প্রয়াস নিঃসন্দেহে দলকে আরও শক্ত ভিত গড়তে সাহায্য করবে। মাঠের বাইরে এই ঘাম ঝরানো পরিশ্রমই হয়তো ভবিষ্যতের সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।