ঢাকাWednesday , 15 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দেশের ক্রিকেট উন্নয়নে ঐতিহাসিক সিদ্ধান্ত বিসিবির

BDKL DESK
October 15, 2025 7:26 pm
Link Copied!

অবশেষে বাংলাদেশ নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটতে চলেছে। প্রশংসনীয় এক পদক্ষেপে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেদের সমান করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে আর্থিক সুযোগ-সুবিধায় পিছিয়ে থাকা নারী ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটলো।

সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছিলেন, বেতন, ম্যাচ ফিসহ আর্থিক সুযোগ-সুবিধায় অনেক ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার। মেয়েদের ক্রিকেটে ছেলেদের সমান সুযোগ-সুবিধা দেওয়া হয় না বলেও অভিযোগ করেছিলেন তিনি। তার এই যৌক্তিক দাবির পরপরই এলো এই ইতিবাচক সিদ্ধান্ত।

বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এখন থেকে দ্বিপক্ষীয় সিরিজের সফরে ছেলেরা যে হারে ভাতা পান, মেয়েরাও ঠিক একই হারে পাবেন। এতদিন পুরুষ ক্রিকেটাররা দৈনিক ১১৫ ডলার (ভাতা ৭৫ ডলার + ট্যুর ফি ৪০ ডলার) পেলেও, মেয়েরা পেতেন মাত্র ৭৫ ডলার। নতুন এই সিদ্ধান্তে সেই বৈষম্য আর থাকছে না।

নারী বিভাগ সূত্রে জানা গেছে, বিসিবির সর্বশেষ বোর্ড সভায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের বিশেষ উদ্যোগে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি অনুমোদন করা হয়। এই পদক্ষেপ নারী ক্রিকেটকে নিঃসন্দেহে আরও এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।