সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল গত সপ্তাহে দেশটিতে পৌঁছালেও, দলের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে ভিসা জটিলতায় বিমানবন্দর এলাকায় প্রায় তিন দিন অপেক্ষা করতে হয়। অবশেষে সেই জটিলতা কেটে যাওয়ায় ম্যাচের আগের দিন শুক্রবার রাতে তারা দলের সঙ্গে যোগ দেন।
তবে রিশাদ ও রানাকে পাওয়া নিয়ে শঙ্কা থাকায় বিকল্প হিসেবে স্পিনার নাসুম আহমেদকে দ্রুত ডেকে পাঠানো হয়। তিনি শুক্রবার রাতেই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন। কিন্তু মূল দুজন খেলোয়াড় ভিসা পেয়ে যাওয়ায় আর তার প্রয়োজন পড়েনি। ফলে আজ রোববার (১৮ মে) তিনি দেশে ফিরে আসছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে ভিসা সংক্রান্ত কিছু জটিলতা হয়েছিল। তাই আমরা নাসুমকে দুবাইতে পাঠিয়েছিলাম। এখন যেহেতু নাহিদ ও রিশাদ দলের সঙ্গে যোগ দিয়েছে, তাই নাসুমকে দেশে ফেরত আনা হচ্ছে। দেশে ফিরে সে চারদিনের ম্যাচে খেলবে।
উল্লেখ্য, রিশাদ ও রানা এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ার পর দুবাই বিমানবন্দর হয়েই বাংলাদেশে ফিরেছিলেন। কিছুদিনের ব্যবধানে আবারও তারা দুবাইয়ে ফিরলেন জাতীয় দলের হয়ে খেলতে। তবে এবার তাদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।
এদিকে, গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে রিশাদ ও রানা খেলেননি। তবে লিটন দাসের নেতৃত্বাধীন দল ২৭ রানের জয় দিয়ে সিরিজ শুরু করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।