ঢাকাMonday , 2 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

তামিমকে ফোন করা শীর্ষ কর্তার নাম জানতে চান সুজন

Sahab Uddin
October 2, 2023 9:37 pm
Link Copied!

গত বুধবার ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন তামিম ইকবাল। সেখানে বিশ্বকাপ দল থেকে তার বাদ পড়ার কারণ নিয়ে খোলামেলা কথা বলেছিলেন টাইগার এই ওপেনার।

তামিম বলেছিলেন, বোর্ডের একজন শীর্ষ কর্তা তাকে ফোন করে নিচের দিকে ব্যাট করতে বলেছিলেন, যা পছন্দ হয়নি তার। যে কারণে এক পর্যায়ে টাইগার ওপেনার জানিয়ে দেন এমন হলে তাকে বিশ্বকাপ দলে যেন না রাখা হয়। সেই কথার রেশ ধরে গতকাল গুয়াহাটিতে গণমাধ্যমে কথা বলেছেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সুজন বলেন, ‘তামিম যদি এরকম কথা বলে থাকে, তামিমেরই বলা উচিত কে বলেছে, কেন বলেছে, কি জন্য বলেছে। সরাসরিই বলা উচিত, একজন বলেছে, সে একজন কে? সেটা পরিস্কার করা দরকার। আপনি একটা কথা বলাতে সবাইকে সন্দেহে ফেলে দিয়েছেন। এইটা তো ঠিক না। আপনার কাছে প্রমাণ থাকলে বলে দেন না, কে বলেছেন।’

সাকিবকে নিয়ে সুজন বলেন, ‘সাকিব এখন আর ১৩ বছরের নিচের বাচ্চা নয়। সাকিব বেশ বুদ্ধিমান ছেলে, যথেষ্ট ম্যাচিউরড, বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অব দ্য লিজেন্ড। সুতরাং ও যেটা বলবে নিশ্চয় কিছু ভেবেই বলেছে। ও তো সব কিছু ভেঙে বলে না। ও যেটা ভালো মনে করে বলেছে। ড্রেসিংরুমে আমি এক বছর ছিলামই না, তাই কি নিয়ে বলেছে আমি কি করে বলব।’

এদিকে শেষ কয়েকদিনে বাংলাদেশ ক্রিকেটে যা হয়েছে সেসব নিয়ে ভাবতে চান না সুজন, ‘কোনো ব্যক্তির থেকে আমি মনে করি সবসময় দল বড়, দলের থেকে দেশ বড়। কাউকে নিয়ে এখন পরে থাকলে তো হবে না। যে এটা হলে ওটা হত, অনেক কিছু হলে অনেক কিছুই হতে পারত। যেটা আছে সেটা নিয়ে আমরা কিভাবে যুদ্ধ করতে পারি। পেছন নিয়ে পরে থাকলে হবে না, আমাদের সামনে এগোতে হবে। এই ঘটনা দলে কোনো প্রভাবই পড়েনি। ওরা ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।