ঢাকাMonday , 9 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টেনের ড্রাফটে তামিম ইকবাল

Sahab Uddin
October 9, 2023 10:06 pm
Link Copied!

আবু ধাবি টি-১০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে সোমবার। এবারের খেলোয়াড় ড্রাফটে পুরো বিশ্ব থেকে ৭৮২ জন খেলোয়াড় নাম লিখিয়েছেন। তার মধ্যে রয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবালও। তাছাড়া পাকিস্তানের শাহীন আফ্রিদি, মোহাম্মদ হাফিজের মতো তারকারাও রয়েছেন। ড্রাফটের আগেই ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানকে সরাসরি দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। অন্যদিকে দিল্লির সরাসরি সাইনিং হচ্ছেন আম্বাতি রাইডু।

এবারের আসরে অংশ নেওয়া ৮টি দল হলো- বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্ল্যাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিলি স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্টাইকার্স, নর্দান ওয়ারিয়র্স ও টিম আবু ধাবি।

আবু ধাবি টি-১০ টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে ইউসুফ পাঠান বলেছেন, ‘টি-১০ ফরম্যাট খুবই রোমাঞ্চকর। এই লিগের অংশ হতে পারে আমি উচ্ছ্বসিত। দর্শকদের বিনোদন দেওয়া এবং দলকে চ্যাম্পিয়ন করাই আমার প্রধান লক্ষ্য।’

ড্রাফটের প্ল্যাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের লিটন কুমার দাস। তার সঙ্গে রয়েছেন আদিল রাশিদ, ক্রিস লিন, মোহাম্মদ নবীদের মতো তারকারা।

টি-১০ গ্লোবালের চেয়ারম্যান সাজি উল মুলক জানিয়েছেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি সাইনিংয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কিছু সাইনিং অবাকও করেছে। দারুণ একটা খেলোয়াড় ড্রাফটের জন্য মুখিয়ে আছি। আশা করছি, এবারের আসর আগের আসরকেও ছাপিয়ে যাবে।’ ৃ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।