বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে টাইমড আউটের শিকার হয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে একই ইস্যুতে কথা শুনতে হলো ম্যাথিউজকে!
এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাথিউজ যখন ব্যাট করতে আসেন, তখন তার দিকে এগিয়ে আসতে দেখা যায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার ট্রেন্ট বোল্টকে।
এ সময় তাদের কোনো একটি বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। পরে তাদের মিটিমিটি হাসতে দেখা যায়। দৃশ্যটি দেখে ধারাভাষ্যকার ধারণা করেছেন, নিউজিল্যান্ড ক্রিকেটাররা ম্যাথিউজকে জিজ্ঞেস করেছেন যে, তার হেলমেটের স্ট্র্যাপ ঠিক আছে কিনা, সেটি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে।
দৃশ্যটি ক্যামেরাবন্দী করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন বেশ কিছু ক্রিকেটভক্ত। বিরাট কোহলি (প্যারোডি) নামের এক্স একাউন্টে একজন লেখেন, ‘বোল্ট এবং উইলিয়ামসন টাইমড আউটের জন্য ম্যাথিউজকে টিজ (উত্যক্ত) করেছেন।’ মুদাসার চৌধুরী নামের একজন লেখেন, ‘কেন উইলিয়ামসন ম্যাথিউজকে জিজ্ঞেস করেছেন, তার হেলমেটের স্ট্র্যাপ ঠিক আছে কিনা।’
এর আগে, গত সোমবার (৬ নভেম্বর) হেলমেট ত্রুটির কারণে দেরিতে ব্যাট করতে আসায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে টাইমড আউট হন ম্যাথিউজ। এ ঘটনায় ক্রিকেটবিশ্বে তৈরি হয় নানান বিতর্ক-সমালোচনা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।