ঢাকাThursday , 21 November 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এনসিএলে নিষিদ্ধ হলেন আকবর

Sahab Uddin
November 21, 2024 10:02 pm
Link Copied!

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রংপুরের অধিনায়ক আকরব আলী। পঞ্চম রাউন্ডে বরিশাল বিভাগের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সাথে আশোভন আচরণ ও নিয়ম ভঙ্গ করে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তিনি।

২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবরকে এই নিষেধাজ্ঞা দিয়েছে এনসিএল টেকনিক্যাল কমিটি। এতে এনসিএলের এবারের আসরে আর খেলার সুযোগ পাবেন না তিনি।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে আম্পায়ারের সাথে আশোভন আচরণ করেন আকবর। পরে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যাওয়ার সময় ব্যাট দিয়ে আঘাত করেন চেয়ারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিধিনিষেধ সংক্রান্ত লেভেল-২ ভঙ্গ করেন আকবর। উল্লেখিত ধারায় বর্ণিত বিধি অনুসারে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন তিনি।

এনসিএলের এখন পর্যন্ত ৫ রাউন্ড সম্পন্ন হয়েছে। বাকি আছে ২ রাউন্ড। ২০২০ সালে বাংলাদেশকে বিশ্বকাপ জেতানোর পর থেকেই দেশের ক্রিকেটভক্তদের পরিচিত হয়ে ওঠেন আকবর। ঘরোয়া ক্রিকেটে ভালোই করছেন তিনি। গেল মাসে ওমানের মাটিতে ইমার্জিং এশিয়া কাপেও বাংলাদেশেকে নেতৃত্ব দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। জাতীয় দলে ডাক পেলেও এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি আকবরের।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।