শনিবার ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাচ্ছে সমর্থকরা। ম্যাচটি নিয়ে দুই দেশের সমর্থক ও সব অঙ্গনে ইতিমধ্যে তৈরি হয়েছে দারুণ আগ্রহ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি করা হয়েছিল একাদশ নিয়ে প্রশ্ন। ৩৬ বর্ষীর সাফ উত্তর, জানেন না তিনিও।
বিশ্বকাপের সর্বাধিক সেঞ্চুরিয়ান রোহিত বলেন, ‘সত্যি কথা বলতে, আমি জানি না। আমি এখনও পিচ দেখিনি, কিন্তু একাদশ যাই হোক না কেন পাকিস্তানের বিপক্ষে আমরা খেলতে প্রস্তুত। আমরা কী ধরনের কন্ডিশনে খেলি তার ওপর নির্ভর করে দল হিসেবে আমাদের চ্যালেঞ্জ।’
‘যদি এক বা দুইটা পরিবর্তন নিয়ে আমাদের নামতে হয়, তার জন্য আমরা প্রস্তুত। এবং এ ধরনের পরিবর্তন সম্পর্কে খেলোয়াড়দের আগাম অবহিত করা হয়েছে। সুতরাং আমি মনে করি না এটা নিয়ে দলের মধ্যে কোনো ইস্যু তৈরি হতে পারে। কিন্তু যদি এমন প্রয়োজন হয় যে দলে তিন স্পিনার নিয়ে খেলতে হবে, আমরা তিন স্পিনার নিয়েই খেলব।’
শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচে নামবে রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।