আলোচনা থেকে কোনোভাবেই সরছে না সাকিব আল হাসানের নাম। কখনো দল নিয়ে সিদ্ধান্তে উঠে আসছে তার নাম, কখনো বা নিজেই ইন্টারভিউ দিয়ে আলোচনায় আসছেন। আর মাঠের ক্রিকেটে তো সাকিব আলোচনায় আছেন নিয়মিত।
এবার ফেসবুকেও বেশ সরগরম সাকিব। আজ বুধবার অন্যরকম এক পোস্ট দেখা গেল সাকিবের ফেসবুকে। এক লাইনের স্ট্যাটাসে টাইগার অধিনায়ক লিখেছেন, ‘এই মুখ আর দেখাব না’। সঙ্গে নিজের একটি সেলফিও আপলোড করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এমন স্ট্যাটাস কাকে বা কাদের উদ্দেশে দেওয়া তা এখনও স্পষ্ট নয়।
এর আগে আজ (বুধবার) নতুন করে আরও একটি বিজ্ঞাপনে হাজির হন সাকিব আল হাসান। সেই বিজ্ঞাপনে অবশ্য সাকিবের সঙ্গে ছিলেন তামিম ইকবালও। বিজ্ঞাপনের বার্তায় দুজনই এক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন!
মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের বিজ্ঞাপনে এক হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের বড় দুই তারকা। যেখানে দুজন মিলে আলাপ করেন তাদের ফতুল্লায় যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কথা। শেষের বার্তায় জানিয়েছেন, দেশের স্বার্থে আরও একবার এক হওয়ার কথা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।