বিশ্বকাপের আগে বেশ হাঁকডাক দিয়ে এসেছিল আফগানিস্তান। কিন্তু আদোতে মাঠের খেলায় সেটার প্রতিফলন এখন পর্যন্ত ঘটাতে পারেনি রশিদ খান-মোহাম্মদ নবিরা। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও ভারতের কাছে বড় পরাজয়ে পায়ের তলার মাটি অনেকটাই সরে গেছে আফগানিস্তানের। তবুও এই দলটিকে নিয়ে আশাবাদী দলটির ইংলিশ কোচ জোনাথন ট্রট।
রোববার ইংলিশদের বিপক্ষে দিল্লি স্টেডিয়ামে মাঠে নামবে আফগানিস্তান। সে ম্যাচে নামার আগের দিন সংবাদ সম্মেলনে ট্রট উপস্থিত হয়ে বলেন, ‘আমাদের যেকোন দলকে হারানোর ক্ষমতা রয়েছে। আমার মনে হয়, প্রতি ম্যাচেই আমরা এটা বিশ্বাস করে নামি আমরা জিতবো কিন্তু আপনি সব ম্যাচ এভাবে জিততে পারবেন না। অবশ্যই আমরা বাংলাদেশের বিপক্ষে হারটা নিয়ে বেশি হতাশ।’
অতীতে বড় দলগুলোর সঙ্গেও লড়াই করার মানসিকতা দেখিয়েছে আফগানরা। এবার সেটা অনেকটাই অনুপস্থিত। ট্রট বলেন, ‘আমরা অতীতে আরো ভালো খেলেছি। আমাদের দলে কিছুটা অধারাবাহিকতা রয়েছে, কিন্তু এটি নিয়েই আমাদের কাজ করতে হবে। আমাদের শুরুতেই প্রতিপক্ষের উইকেট নিয়ে নিতে হবে যদি তাদের উপর চাপ সৃষ্টি করতে চাই। তাই সঠিক জায়গায় আমাদের বল করাটা জরুরি। এটা ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্ট এবং এখানে ধারাবাহিকতাটা দরকার।’
টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো ভালো করার প্রত্যয় ব্যক্ত করে এই ইংলিশ কোচ বলেন, ‘বিশেষ করে ১০০ ওভারের ম্যাচে আপনাকে ৭০-৮০ শতাংশ সঠিক হতে হয়। আশা করছি টুর্নামেন্ট যত যাবে আমরা ব্যাটে ও বলে একটা মানদণ্ড সেট করে দিতে পারবো।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।