বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের ফাইনালে বিদায়ী সংবর্ধনা দেয়া হবে দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালের নেতৃত্বে থাকা তামিম ইকবালকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরপুরে ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বিসিবির পক্ষ থেকে তার হাতে বিদায়ী স্মারক তুলে দেয়া হবে।
গত ১০ জানুয়ারি তামিম ইকবাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তিনি লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুঁচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’
এর আগেও ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তান সিরিজ চলাকালীন সময়ে অভিমানে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে মাত্র দুইটি ওয়ানডে খেলেন এবং সর্বশেষ বাংলাদেশের হয়ে মাঠে নামেন ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তামিমের। বিপিএল ছাড়াও তিনি আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন। পাশাপাশি সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক লিগেও খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
তবে ভবিষ্যতে ক্রিকেট সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করবেন কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাননি তামিম। বিপিএলের এই বিদায়ী সম্মাননার মাধ্যমে দেশের ক্রিকেটে তামিম ইকবালের অসামান্য অবদানের স্বীকৃতি জানানো হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।