ঢাকাSaturday , 28 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অধিনায়কের পদ ছাড়ার কারণ হিসেবে যা বললেন শান্ত

BDKL DESK
June 28, 2025 3:11 pm
Link Copied!

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের নেতৃত্বে নাজমুল হোসেন শান্তর অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজটাই হয়ে থাকল তার অধিনায়ক হিসেবে শেষ মিশন।
যদিও শ্রীলঙ্কা সফরের মাঝপথ থেকেই গুঞ্জন উঠেছিল নেতৃত্ব ছাড়ছেন শান্ত। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। কলম্বোয় দ্বিতীয় টেস্ট শেষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন বাঁহাতি এই ব্যাটার।

শান্ত বলেন,‘আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর এই দায়িত্ব পালন করতে চাই না। আমি সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু নয়। পুরোপুরি দলের ভালোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি এটাতে দলের ভালো কিছুই হবে।’

নেতৃত্ব ছাড়ার কারণও খোলাসা করেছেন তিনি। শান্তর ভাষায়,‘গত কয়েক বছর ধরে আমি এই ড্রেসিংরুমে ছিলাম। আমার মনে হয়, একই দলে তিনজন অধিনায়ক থাকাটা সমস্যা তৈরি করতে পারে। এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। দলের স্বার্থেই আমি সরে দাঁড়ালাম। তবে ক্রিকেট বোর্ড যদি মনে করে তিন অধিনায়কই থাকবে, সেটা তাদের সিদ্ধান্ত।’

শান্তর এই সিদ্ধান্ত কোনো বিতর্ক বা ক্ষোভ থেকে নয়, সেটাও স্পষ্ট করেছেন তিনি। তিনি বলেন,‘আমি আশা করি কেউ যেন না ভাবে আমি ব্যক্তিগত কারণে বা রাগ করে এ সিদ্ধান্ত নিয়েছি। আমি আবারও বলছি, এটি দলের ভালোর জন্য। এখানে ব্যক্তিগত কোনো আবেগ কাজ করেনি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।