ঢাকাThursday , 28 September 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

পদক উদ্ধারের লক্ষ্যে চীনের পথে কাবাডির পুরুষ ও নারী দল

Sahab Uddin
September 28, 2023 9:31 pm
Link Copied!

দেশকে দলীয় ইভেন্টে প্রথম পদক এনে দেয় কাবাডি। ১৯৯০ সালে বেইজিংয়ে জেতা রৌপ্য জিতে পরের আরো দুই আসরে এ সাফল্য দেখিয়েছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। এসব অর্জন এখন ইতিহাস।

১৯৯০ এবং ১৯৯৪ সালে হিরোশিমায় ও ২০০২ সালে বুসানে পুরুষ কাবাডি দল রৌপ্য পায়। ১৯৯৮ সালে ব্যাংকক ও ২০০৬ সালে দোহা এশিয়ান গেমসে পেয়েছিল ব্রোঞ্জ। এরপর আর পদকই পায়নি।

নারী কাবাডি দল প্রথম অংশ নিয়েছিল ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে। সেবার ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। ২০১৪ সালে ইনচন এশিয়ান গেমসে ব্রোঞ্জ ধরে রাখতে পারলেও পদক হারিয়ে আসে ২০১৮ সালে ইন্দোনেশিয়া থেকে।

পদক হারানোর কাবাডির পুরুষ ও নারী দল নতুন স্বপ্ন বুকে নিয়ে চীন যাচ্ছে আজ (বৃহস্পতিবার) রাতে। কাবাডিতে কোন বিভাগে কারা প্রতিপক্ষ হবে, তা জানতে অপেক্ষা করতে হবে এই ডিসিপ্লিনের ম্যানেজার্স মিটিং পর্যন্ত।

হাংজু এশিয়ান গেমসে পুরুষ ও নারী কাবাডি মিলে অংশ নেবে ১০ টি দেশ। পুরুষ কাবাডিতে অংশ নেবে বাংলাদেশ, ভারত, ইরান, পাকিস্তান, চাইনিজ তাইপে, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও জাপান।

নারী কাবাডিতে অংশ নেবে বাংলাদেশ, ভারত, ইরান, চাইনিজ তাইপে, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও নেপাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।