ঢাকাSunday , 2 April 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

কন্ডিশনিং ক্যাম্প করতে ভারত যাচ্ছে যুব হকি দল

Sahab Uddin
April 2, 2023 12:08 pm
Link Copied!

আগামী মাসে ওমানে অনুষ্ঠিতব্য এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ যুব হকি দল কন্ডিশনিং ক্যাম্প করবে ভারতে। ২৩ মে শুরু হবে শুরু হবে ১০ দেশের এই প্রতিযোগিতা। অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ওমান, উজবেকিস্তান, চাইনিজ তাইপে এবং থাইল্যান্ড।

এই ১০ দল থেকে ৪টি খেলবে বিশ্বকাপে। চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ যুব দলের অনুশীলন শুরু হয়েছে ৬ মার্চ। এই দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মামুনুর রশিদকে, যার অধীনেই বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

চূড়ান্তপর্ব প্রসঙ্গে কোচ মামুনুর রশিদ বলেছেন, ‘চূড়ান্ত পর্বে ভালো ফল করে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন একটি পরিকল্পনা করেছে। যার অংশ হিসেবে আমরা ভারতের হরিয়ানা ও জলন্ধরে যাচ্ছি ২৫ দিনের কন্ডিশনিং ক্যাম্প করতে। ১২ থেকে ১৫ এপ্রিলের মধ্যে আমরা ভারত যাবো।’

ভারতে ২৫ দিনের কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন সেখানে বিভিন্ন রাজ্যদলের সঙ্গে ১৫টি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশের যুবারা। মামুনুর রশিদ বলেন, ‘ছেলেদের ম্যাচ এক্সপোজার দরকার। ভারতে ম্যাচ খেলে সেটা পাবে ওরা। ভারত থেকে ফেরার পর আমরা আরও ১৫-২০ দিন অনুশীলন করবো। তারপর ওমান যাবো।’

প্রাথমিক দলে ৩৪ খেলোয়াড় ছিলেন। পরে চারজনকে বাদ দেয়া হয়। ভারত সফরে ২০-২১ খেলোয়াড় যাবেন। আর ওমানে যাবে ১৮ জন। মামুনুর রশিদ বলেন, ‘ওমানে ১০ দেশের মধ্যে সেরা চারে থাকতে পারবো বলে আশাবাদী। আমাদের ভালো সুযোগ আছে। তবে এখানে ভারত ও মালয়েশিয়া সবচেয়ে শক্তিশালী দুই দল। আমাদের লক্ষ্য পাকিস্তান, কোরিয়া ও জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কোয়ালিফাই করা।’

বাংলাদেশ দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় প্রিন্স লাল সামন্ত। ২১ বছর বয়সী এ মিডফিল্ডারের জাতীয় দলে খেলারও অভিজ্ঞতা আছে। ওমানের সঙ্গে সিরিজেও ছিলেন তিনি। এএইচএফ কাপের চূড়ান্ত পর্ব নিয়ে প্রিন্সলাল সামন্ত বলেছেন, ‘আমরা এএইচএফ এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছি। সেই দলটাইই এখানে আছে। আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে ক্যাম্প করছি। তাছাড়া এখানে প্রায় সবাই বিকেএসপির খেলোয়াড়। ফলে আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো।’

ভারতে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলা কাজে দেবে উল্লেখ করে প্রিন্স বলেছেন, ‘ম্যাচ খেলার কোনও বিকল্প নেই। আমরা যত অনুশীলন ম্যাচ খেলবো ততো বেশি ভুল শুধরে নেয়ার সুযোগ পাবো। আত্মবিশ্বাসও ততো বাড়বে। আগে বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপে খেলেছে। তবে জুনিয়র বিশ্বকাপে খেলেনি। এবার আমরা জুনিয়র বিশ্বকাপে খেলতে চাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।