ঢাকাFriday , 2 February 2024
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

ইন্টার মায়ামির জালে আল নাসরের গোলবন্যা

parag arman
February 2, 2024 9:17 am
Link Copied!

মেসি-রোনালদোর চিরচেনা লড়াইয়ে দেখার অপেক্ষাতেই ছিলেন ফুটবলপ্রেমীরা। শেষ র্পযন্ত তা হয়নি। তবে মেসির দল ইন্টার মায়ামিকে ঠিকই গোল বন্যায় ভাসিয়েছে রোনালদোর দল আল নাসর। রিয়াদ সিজন কাপে তালিস্কার হ্যাটট্রিকে তারা ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামিকে।

অবশ্য অনেক আগেই কাফ ইনজুরির কারণে এ ম্যাচ থেকে ছিটকে যান রোনালদো। তবে গ্যালারিতে বসে তিনি খেলা উপভোগ করেন। এদিকে, চোট সমস্যায় জর্জরিত লিওনেল মেসিও। তবে ম্যাচের শেষভাগে মাঠে নামেন তিনি। কিন্তু ততক্ষণে ইন্টার মায়ামির কাঁধে চাপানো হয়ে গেছে গোলের বোঝা। যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে গোলবন্যায় ভাসিয়ে ৬-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর।

সৌদি আরবের কিংডম অ্যারেনায় কোনো পাত্তাই পায়নি সফরকারীরা। এর আগের ম্যাচে আল হিলালের বিপক্ষে অবশ্য শক্ত প্রতিরোধ দেখিয়েছিল তারা। কিন্তু এবার শুরু থেকেই তাদের চেপে ধরে আল নাসর। যার ফলে ম্যাচের তৃতীয় মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তালিসকা। ওতাভিওর ক্রস থেকে দারুণভাবে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান। এর দুই মিনিট পরই নিজেদের অর্ধ থেকে চোখ ধাঁধানো এক শটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন আয়মেরিক লাপোর্তে।

প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি আল নাসর। তবে বিরতির পর হ্যাটট্রিক পূরণ করেন তালিস্কা। ৫১ মিনিটে পেনাল্টি থেকে এবং ৭৩ মিনিটে স্বদেশি অ্যালেক্স তেলেসের পাস থেকে মায়ামি গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তার হ্যাটট্রিক পূরণের আগে অবশ্য দলের হয়ে পঞ্চম গোলটি করেন মোহামেদ মারান।

ষষ্ঠ গোল হজম করার দশ মিনিট পর মেসিকে মাঠে নামান মায়ামি কোচ তাতা মার্তিনো। যদিও তখন মেসি খুব জাদুকরী কিছু করার উপায় ছিল না, আর সেটা হয়ওনি। তাই কোনো জয় ছাড়াই সৌদি আরব সফর শেষ করতে হলো মায়ামিকে। প্রাক-মৌসুম প্রস্তুতিতে আগের দুই ম্যাচেও জয়ের মুখ দেখেনি তারা। তিন দলের এই রিয়াদ সিজন কাপের শিরোপা লড়াইয়ে আগামী সপ্তাহে নেইমারের দল আল হিলালের মুখোমুখি হবে আল নাসর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।