বাংলাদেশ জাতীয় ফুটবল দল গতকাল সৌদি থেকে দেশে ফিরেছে। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দল অনুশীলন করবে। প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলন করবেন হামজা চৌধুরী।
বাংলাদেশের ফুটবলে জাতীয় দলের জন্য কখনো টিকিট ব্যবস্থা হয়নি। হামজার অনুশীলনকে বিশেষ গুরুত্ব দিয়ে বাফুফে টিকিটের ব্যবস্থা করছে। বাফুফের অধিভুক্ত বিভিন্ন ক্লাব, ফেডারেশনকে টিকিট দিয়েছে ফেডারেশন। টিকিট ছাড়া আজকের এই অনুশীলন সেশনে কেউ প্রবেশ করতে পারবে না।
শুধু ক্লাব ও ফেডারেশনের সঙ্গে সম্পৃক্তরাই নন মিডিয়ার জন্যও রয়েছে টিকিট। মিডিয়াকে টিকিট নিয়ে হামজার অনুশীলন সেশন কাভার করতে হবে। ঘণ্টা খানেকের বেশি সময় অনুশীলন হলেও মিডিয়ার উপস্থিতি থাকবে ১৫-২০ মিনিট।
হামজা বাংলাদেশের হয়ে মিডফিল্ড পজিশনে খেলতে চান। মিডফিল্ডে হামজা আসছেন ফলে একজন স্বাভাবিকভাবে বাদ পড়ছেন। বিগত একাদশের কে বাদ পড়ছেন এবং হামজাকে নিয়ে মিডফিল্ড কেমন হচ্ছে এ নিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মন্তব্য, ‘আমাদের আরও পাঁচটি অনুশীলন সেশন আছে। এরপর সিদ্ধান্ত হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।