স্বপ্নের মত সময় পার করছেন শ্রীলঙ্কা ব্যাটসম্যান কুশাল মেন্ডিস। দুর্দান্ত ফর্মে রয়েছেন এ ব্যাটসম্যান। বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাবাদ, এনগিডিদের বিপক্ষে ধুন্দুমার ব্যাটিং করে ৪২ বলে ৪৬ রান করেছিলেন এ ব্যাটার।
এবার পাকিস্তানের বিপক্ষেও যেন সেটিরই ধারাবাহিকতা বজায় রাখলেন। ৭৭ বলে ১২২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে ৩৪৪ রানের বড় সংগ্রহ এনে দেন তিনি। তবে, আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়ে দুঃসংবাদ পেতে হয় তাকে।
ব্যাটিং শেষে করে ড্রেসিং রুমে ফিরে গিয়ে পায়ে ব্যথা অনুভব করেন তিনি। পরে পায়ের পেশীতে টান লাগে বলে ফিজিওদের জানান মেন্ডিস। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ম্যাচে তার কিপিং করার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে মাঠে কিপিং করতে নামেন সামারাভিকরামা।
এ ব্যাটারও এদিন দারুণ খেলেছেন। তিনিও ৮৯ বলে ১০৮ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন। দুই ব্যাটসম্যানই লঙ্কানদের দারুণ অবস্থানে নিয়ে যান। শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ ১৬ অক্টোবর। তার আগ পর্যন্ত মেন্ডিসের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। শ্রীলঙ্কার পক্ষ থেকে বলা হয়েছে তারা তেমন আশঙ্কাজনক মনে করছে না মেন্ডিসের অবস্থাকে। আশা করছে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।