আন্তর্জাতিক ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন দশম। রেটিং পয়েন্ট মাত্র ৭৬। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আজ (বুধবার) থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তত একটি জয় পেলেই র্যাংকিংয়ে একধাপ ওপরে ওঠার সুযোগ পাচ্ছে টাইগাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটিতে জয় পেলেই রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭৭ যা ওয়েস্ট ইন্ডিজের সমান হলেও ভগ্নাংশের হিসাবে এগিয়ে থাকায় বাংলাদেশ নবম স্থানে উঠে যাবে, আর ওয়েস্ট ইন্ডিজ নেমে যাবে দশে।
তবে লঙ্কানদের হোয়াইটওয়াশ করলেও বাংলাদেশের র্যাংকিং আর উন্নত হবে না। তিনটি ম্যাচ জিতলে রেটিং বেড়ে দাঁড়াবে ৮৩; তবুও তা নবম স্থানের গণ্ডিই পার হতে পারবে না। আট নম্বরে থাকা দলের সঙ্গে ব্যবধান এখনো অনেক। যদি টাইগাররা সিরিজে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে হার মানে অর্থাৎ হোয়াইটওয়াশ হয় তাহলে হারাবে ২ রেটিং পয়েন্ট। বাংলাদেশের রেটিং কমে দাঁড়াবে ৭৪, তবে র্যাংকিংয়ে অবস্থান থাকবে আগের মতোই দশম।
অন্যদিকে, ১০৪ রেটিং নিয়ে র্যাংকিংয়ের চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কার সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। যদি তারা সিরিজ হারে বা একটি ম্যাচেও হারে, তবে নেমে যাবে পঞ্চম স্থানে। রেটিং ধরে রাখতে হলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতেই হবে লঙ্কানদের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।