বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে নতুন এক মাইলফলকে পৌঁছে গেলেন মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচে মাঠে নেমেছেন বাংলাদেশি পেসার।
শততম ম্যাচে অবশ্য বিবর্ণ ছিল মোস্তাফিজের পারফরম্যান্স। বাংলাদেশের হারা ম্যাচে ৭ ওভার বল করে ৪৭ রান দিয়ে একটি উইকেটও পাননি কাটার মাস্টার।
সবমিলিয়ে ১০০ ম্যাচে ১৬০ টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। তার সেরা বোলিং ফিগারটি হলো ৬/৪৩। এর মধ্যে মোট পাঁচবার ফাইফার পূর্ণ করেছেন এই বাঁহাতি পেসার। এছাড়া ৫টি ম্যাচে ৪টি করে উইকেট শিকার করেছেন তিনি।
২০১৫ সালে আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হয় মোস্তাফিজের। ঘরের মাঠ মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন এই পেসার। অভিষেক সিরিজেই প্রথম দুুই ম্যাচে ১১ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন মোস্তাফিজ।
এরপর থেকে দলে নিয়মিত খেলে যাচ্ছেন মোস্তাফিজ। ডেথ ওভারে দারুণ বোলিং করে তিনি ক্রিকেট ভক্তদের ব্যাপক সমর্থন কুড়িয়েছেন। তবে বিশ্বকাপের আগে অফফর্মের কারণে কয়েক ম্যাচের জন্য দলকে বাদ পড়েছিলেন বাঁহাতি পেসার। ফর্মে ফিরতে পারেননি এখনও।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।