ঢাকাSunday , 24 September 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

যে আক্ষেপ পূর্ণ করতে আবারও বাবা হতে চান মেসি

Sahab Uddin
September 24, 2023 12:25 pm
Link Copied!

কাতার বিশ্বকাপের পর লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে আক্ষেপ করার মতো কিছুই আর অবশিষ্ট নেই। ‘সর্বজয়ী’ তকমাটা এখন তাকে দেওয়াই যায়। ক্যারিয়ারের সবচেয়ে আরাধ্য শিরোপাটা জেতার পর তাই ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে চুটিয়ে উপভোগ করছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

ফুটবল মাঠের মতোই ব্যক্তিজীবনেও সফল মেসি। ছোটবেলার বান্ধবী আন্তনেল্লা রকুজ্জোর সঙ্গে সুখের সংসার পেতেছেন। অর্থে-বিত্তে বিশ্বের সবচেয়ে ধনী অ্যাথলেটদেরই একজন তিনি। জীবনে তার আক্ষেপ বলে আর কি-ই বা থাকতে পারে!

না, মেসির জীবনেও আক্ষেপ আছে। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে সুখের সংসারেও একটি অভাব তাড়া করে আর্জেন্টাইন মহাতারকাকে। সম্প্রতি গণমাধ্যমকে নিজের সেই অভাবের কথা জানিয়েছেন মেসি।

আর্জেন্টিনাভিত্তিক ইউটিউব চ্যানেল ‘ওলগা’তে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেই সাক্ষাৎকারে আবার বাবা হওয়ার ইচ্ছা পোষণ করেছেন ইন্টার মায়ামির মহাতারকা। একটা কন্যাসন্তানের অভাব বোধ করছেন মেসি। তাই কন্যা সন্তানের বাবা হওয়ার বাসনা জেগেছে তার মনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।