মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ২২.৪ ওভার শেষে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৬ রান।ব্যাট করছেন মাহমুদউল্লাহ (০) ও নাজমুল হোসেন শান্ত (৪০)।
দুই ওপেনারের বিদায়ের পর দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন মুশফিক-শান্ত জুটি। ৪৪ রানও যোগ করেন তারা। ২০তম ওভারে এই জুটি ভেঙেছেন লেগ স্পিনার আদিল রশিদ। এর আগে ক্যাচে জীবন পেলেও ২০তম ওভারে মুশফিকের আর শেষ রক্ষা হয়নি। স্লগ সুইপ খেলতে গেলে বল ব্যাটের কানায় লেগে উঠে যায় বাতাসে। দৌড়ে এসে তা লুফে নেন উড। ফেরার আগে মুশফিক ৩৪ বলে ১৭ রান করেছেন। তাতে ছিল একটি ছয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।