ঢাকাWednesday , 29 January 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতকে হারিয়েই রশিদের সুখবর, দুঃসংবাদ মেহেদী-তাসকিনদের

BDKL DESK
January 29, 2025 6:47 pm
Link Copied!

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গত মাসে তিন ফরম্যাটের সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। যেখানে টাইগাররা টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল। তবে এক মাস পেরোতেই ফরম্যাটটির র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। অন্যদিকে, ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জয়ে দারুণ ভূমিকা রেখে সুখবর পেয়েছেন আদিল রশিদ। এই লেগস্পিনার টি-টোয়েন্টির নম্বর ওয়ান বোলার হয়েছেন।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে ব্যাকফুটে ছিল ইংলিশরা। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে তার পাঁচ ম্যাচ সিরিজের আশা বাঁচিয়ে রেখেছে। যেখানে ভারতকে ১৭২ রানের লক্ষ্য দিয়ে ১৪৫ রানে থামিয়ে দেন রশিদ-আর্চার-ওভারটনরা। ম্যাচটিতে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ১ উইকেট নিয়েছেন আদিল রশিদ। ভারতের হারের পর অধিনায়ক সূর্যকুমার যাদবও প্রতিপক্ষ লেগস্পিনারের প্রশংসা করেছেন। পরদিনই তিনি টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের চূড়ায় উঠলেন।

টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটে পুরুষ ক্রিকেটের হালনাগাদকৃত সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে রশিদ ১ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলিংয়ের শীর্ষে উঠেছেন। তার জায়গায় (দ্বিতীয়) অবনমিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। এ ছাড়া চলতি সিরিজে ইংলিশ ব্যাটারদের নাকানিচুবানি খাওয়ানো ভারতীয় রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী লম্বা লাফ দিয়েছেন। ২৫ ধাপ এগিয়ে তিনি প্রথমবার উঠে গেছেন পাঁচ নম্বরে। ১৩ ধাপ এগিয়ে ইংলিশ পেসার জোফরা আর্চার উঠেছেন ছয়ে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি বোলিংয়ে পিছিয়েছেন শেখ মেহেদী হাসান (৩ ধাপ পিছিয়ে ১৪তম), তাসকিন আহমেদ (৩ ধাপ পিছিয়ে ১৫তম) ও রিশাদ হোসেনরা (২ ধাপ পিছিয়ে ১৯তম)। হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানও এক ধাপ পিছিয়েছেন। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বড় কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশি ক্রিকেটারদের। আর শীর্ষ দুই-তিনে জায়গা অদলবদল করেছেন যথাক্রমে তিলক ভার্মা ও ফিল সল্ট। যথারীতি এক নম্বরে আছেন অজি তারকা ট্রাভিস হেড।

এদিকে, টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে বড় কোনো পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষ তিনে আছেন যথাক্রমে জাসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্স ও কাগিসো রাবাদা। ৪ ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন পাকিস্তানি স্পিনার নোমান আলি। টেস্ট ব্যাটারদের তালিকায় বড় পরিবর্তন হয়নি। মূলত বর্তমানে ফরম্যাটটিতে সম্প্রতি ম্যাচ খেলছে কেবল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন যথাক্রমে জো রুট, হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।