ঢাকাMonday , 27 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বেটিংয়ের বিরুদ্ধে বিসিবির ‘যুদ্ধ’ ঘোষণা, ৬ জুয়াড়ি আটক

BDKL DESK
October 27, 2025 10:50 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেটে অবৈধ বেটিং রোধে এবার কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ক্রিকেট থেকে বেটিং নির্মূলে কাজ করতে গিয়ে প্রাণনাশের হুমকিও পাচ্ছেন তারা।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘চিলি ফ্লেক্স স্টুডিও’ এর এক পডকাস্টে বুলবুল জানান, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালে মাঠের ভেতরে ও বাইরে বেটিংয়ে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।

বুলবুল বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ক্রিকেট থেকে বেটিং পুরোপুরি বন্ধ করা। জানি, এতে ঝুঁকি আছে, এমনকি প্রাণনাশের হুমকিও এসেছে। কিন্তু আমরা এটাকে যুদ্ধ হিসেবে নিয়েছি—যা হওয়ার হবে।’

তিনি জানান, বেটিং নেটওয়ার্ক এতটাই বিস্তৃত যে ঘরোয়া ক্রিকেটেও ঢোকার চেষ্টা চলছে। এমনকি স্টেডিয়ামের পাশের ভবন ভাড়া নিয়ে সেখান থেকেও এসব কার্যক্রম চালানো হয়।

বুলবুলের ভাষায়, ‘আমরা জেনেছি, মাত্র এক লাখ টাকায় আশপাশের ভবন ভাড়া নেওয়া হয়, আর সেখান থেকেই এই অবৈধ বেটিং পরিচালিত হয়।’

বেটিং দমন কার্যক্রম আরও শক্তিশালী করতে বিসিবি সম্প্রতি সাবেক আইসিসি অ্যান্টি-করাপশন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। পাশাপাশি সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে অ্যান্টি-করাপশন ইউনিটকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুলবুল বলেন, ‘আমরা ইউনিটটাকে আরও শক্তিশালী করছি। এটি শুধু মাঠে নয়, পুরো ক্রিকেট কাঠামোর মধ্যেই বেটিং প্রতিরোধে কাজ করবে।’

শুধু দুর্নীতি দমন নয়, দেশের ক্রিকেটের বিকাশ নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।

ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ভারতের মতো আমরাও চাই প্রতিটি অঞ্চল থেকে ক্রিকেটার উঠে আসুক। ক্রিকেটকে আমরা এমন এক সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে মা-মেয়ে, বাবা-ছেলেও একসঙ্গে খেলবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।